gramerkagoj
রবিবার ● ৬ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
ফ্যাক্টচেক
ফের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি !
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর , ২০২৪, ০৮:৩৮:০০ পিএম , আপডেট : শনিবার, ৫ জুলাই , ২০২৫, ১০:২৮:১৩ এএম
গ্রামের কাগজ ফ্যাক্টচেক ডেস্ক:
GK_2024-09-12_66e2ff4c13380.jpg

ফের ‘২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি’ দাবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি যশোর এবং এর আশপাশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ফেসবুক গ্রুপে প্রচার হয়েছে। ব্যক্তিগত উদ্যোগেও অনেকে না জেনে নিজের ওয়ালে শেয়ার করেছেন।
প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটির ছবির ক্যাপশন বিবরণীতে যা উল্লেখ করা হয়েছে তা হলো:
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোর-নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-এই চাকরিতে বাংলাদেশের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ নারী ও পুরুষ উভয় পদ অনুযায়ী আবেদন করতে পারবেন। তবে, আবেদনকারী পুরুষ বা মহিলা প্রত্যেকের বয়স ১৮-৩২ বছরের মাঝে হতে হবে এবং সেসকল চাকরি প্রার্থীরা প্রত্যেকেই আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়মাবলীঃ
১. আগ্রহী প্রার্থীগন আগামী ১১ সেপ্টেম্বর ২০২৪ ইং রাত ১০ টা’র মধ্যে। এবং যে কোনো একটি পদে বা প্রযোজ্য যোগ্যতা থাকলে একাধিক পদে আবেদন দাখিল করতে পারবেন।
২. পূর্ণ জীবন বৃত্তান্ত চউঋ আকারে ংধফধৎযড়ংঢ়রঃধষ৪৬৫ফমযং@মসধরষ.পড়স মেইল করতে হবে।
৩, উল্লেখিত তারিখ এবং সময়ের পর আর কোনো আবেদন গ্রহন করা হবে না।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে এ বিজ্ঞপ্তির ছবি প্রচার হয়েছে। গ্রামের কাগজের ফ্যাক্টচেক টিমের অনুসন্ধানে জানা গেছে, যশোর জেনারেল হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশ করেনি। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশীদ জানিয়েছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যশোর জেনারেল হাসপাতালের নাম ব্যবহার করে আর্থিক প্রতারণার উদ্দেশ্যে একটি চক্র প্রচার করছে।
এর আগে এই একই ধরনের একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রচার হয়। সে সময় আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক স্বীকৃত বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বিজ্ঞপ্তিটির ফ্যাক্ট চেক করে। সে সময় তারা নিয়োগ বিজ্ঞপ্তির ছবিটি পর্যালোচনা করে যা জানায় তা হলো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের সময় হিসেবে ২৭ মে ২০২৪ তারিখ এবং ছবির উপরে ‘প্রথম আলো’র লোগো যুক্ত ছিল। নিয়োগ বিজ্ঞপ্তিটি ‘প্রথম আলো’র প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখের সূত্র ধরে গত ২৭ মে থেকে ০৩ জুন পর্যন্ত প্রকাশিত প্রথম আলোর প্রিন্ট সংস্করণ পর্যবেক্ষণ করে তখন নিয়োগ বিজ্ঞপ্তিটির সন্ধান পাওয়া যায়নি ।
চলতি বছরের মার্চেও যশোরের এই হাসপাতালের নামে হুবহু একই কায়দায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
সুতরাং বলা চলে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দাবিতে প্রায় একই ভাষা ব্যবহার করে সাত মাসের ব্যবধানে তৃতীয় বারের মতো যে নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ইন্টারনেটে প্রচার হয়েছে তা বানোয়াট।

আরও খবর

🔝