gramerkagoj
মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ক্রিকেটকে বিদায় জানালেন মঈন আলি
প্রকাশ : রবিবার, ৮ সেপ্টেম্বর , ২০২৪, ০৬:০৪:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-09-08_66dd9320e5a6d.jpg

অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে না রাখায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মঈন আলি। ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি মেইলে’ দেওয়া সাক্ষাৎকারে এই সিদ্ধান্ত জানান ইংলিশ অলরাউন্ডার। টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন মঈন আলি। এবার সাদা বলের ক্রিকেটকেও বিদায় জানালেন ইংল্যান্ডের হয়ে ২৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই অলরাউন্ডার।
মঈন আলি বলেন, আমার বয়স ৩৭ বছর। এই মাসের অস্ট্রেলিয়া সিরিজের জন্য আমাকে দলে নেওয়া হয়নি। আমি ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। আমাকে বলা হয়েছিল, এটা পরবর্তী প্রজন্মের সময়। আমি অনুভব করেছি যে, সময়টি সঠিক ছিল। আমি আমার ভূমিকা পালন করেছি।
তিনি আরও বলেন, আমি খুব গর্বিত। আপনি যখন প্রথম ইংল্যান্ডের হয়ে খেলেন, তখন আপনি জানেন না আপনি কতগুলো ম্যাচ খেলতে যাচ্ছেন। প্রায় ৩০০টি ম্যাচ খেলেছি। আমার প্রথম কয়েক বছর ছিল টেস্ট ক্রিকেট নিয়ে। একবার মরগস (ইয়ন মরগান) আমাকে ওয়ানডে দলে নেয়। সেটাই বেশি মজার ছিল। কিন্তু টেস্ট ক্রিকেটই ছিল উপযুক্ত।
ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের মিডল অর্ডারে খেলতেন মঈন আলি। টি-২০’তে ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে দ্রুত ২০-৩০ রান তুলে সেরা ফিনিশার হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝