gramerkagoj
মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নিউইয়র্কে ইউনূস–মোদি বৈঠক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ : রবিবার, ৮ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:৩৮:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-09-08_66dd6f96402f4.jpg

নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে দিল্লি বৈঠক না চাইলে ঢাকার পক্ষে জোর করে দেখা করার কিছু নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, তারা যদি চায় যে, আমাদের সঙ্গে দেখা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই।
আজ রোববার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।
চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মোদি-ইউনূসের মধ্যে বৈঠক চেয়ে ঢাকার অনুরোধে এখনো সিদ্ধান্ত নেয়নি দিল্লি- এমন খবর প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক।
জবাবে তৌহিদ হোসেন বলেন, এটা নিয়ে আমি এখনও কিছু বলতে চাই না। কারণ আমাদের কাছে কোনো নিশ্চয়তা নেই যে, হচ্ছে অথবা হচ্ছে না। বস্তুত মোদি যে যাচ্ছেন, এটার শতভাগ নিশ্চয়তা আমরা এখনও পাইনি। একটা সম্ভবনা আছে যে, উনি (মোদি) যাবেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটার একটা পদ্ধতি আছে। আমরা সে অনুযায়ী এগোবো। এমন না যে, আমরা দেখা করতে চাই তোমাদের সঙ্গে, তোমরা দেখা করবে কি না। এটা নরমাল যে পদ্ধতি আছে সেই অনুযায়ী আগাবে। তারা যদি চায় আমাদের সঙ্গে দেখা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই।
ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। দেয়া উচিত কি না, এ ক্ষেত্রে সেটি দেখার বিষয় এবং আমরা সেটি দেখব।’
রোহিঙ্গাদের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রোহিঙ্গা আশ্রয় দেয়া আর সম্ভব নয়। যারা বাংলাদেশে ঢুকতে চায়, তাদের ফেরত পাঠানো হচ্ছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝