gramerkagoj
মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ভোট পবিত্র আমানত এর সঠিক প্রয়োগ করতে হবে: বেনজিন খান
প্রকাশ : শনিবার, ৭ সেপ্টেম্বর , ২০২৪, ১০:৪৮:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-09-07_66dc847338691.jpg

লেখক গবেষক ও একটিভিস্ট, প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক বেনজীন খানের একক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। প্রাচ্যসংঘের আয়োজনে ‘আগস্ট বিপ্লবোত্তর জনগণের দায়’ বিষয়ক এই বক্তৃতা শনিবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত হয়।
প্রাচ্যসংঘের সদস্য আক্তার ইকবাল টিয়ার সভাপতিত্বে সূচনা বক্তৃতা করেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম তারেক। এসময় উপস্থিত ছিলেন প্রাচ্যসংঘের সভাপতি কাসেদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক খবির উদ্দিন সুইট।
বেনজীন খান বলেন, মানুষ আল্লাহর প্রতিনিধি ও তার খলিফা। আর সেই মানুষই আল্লাহর সকল সৃষ্টিকুলের হেফাজত করবেন। তিনি বলেন, একটি সুন্দর দেশ গড়তে দেশের সকল জনগণের সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র গঠন করা সম্ভব। ভোট মানুষের জন্য পবিত্র আমানত। সেই আমানত সঠিকভাবে প্রয়োগ করতে হবে। সেই গোপন ভোটে নির্বাচিত হয়ে একটি সরকার গঠন করা হয়। আর এই পবিত্র আমানত সঠিকভাবে প্রযোগ না করে মানুষরুপি শিয়াল, কুকুরদের সমর্থন করা হয় সেটি দেশ ও জাতি এবং সৃষ্টিকুলের সাথে বেঈমানি করার সামিল। তাই আল্লাহর সকল সৃষ্টিকুলের হেফাজত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝