gramerkagoj
মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ বিএনপি ও ড্যাবের আয়োজন

চিকিৎসা ক্যাম্পে ৪শ’ রোগী পেলো বিনামূল্যে সেবা
প্রকাশ : শনিবার, ৭ সেপ্টেম্বর , ২০২৪, ১০:১৪:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-09-07_66dc7c41a0c9f.jpg

সমাজসেবামূলক কাজের অংশ হিসেবে শনিবার যশোর সদর উপজেলা বিএনপির আয়োজনে এবং ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মডেল সরকারি বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পে প্রায় ৪শ’ রোগীকে চক্ষু পরীক্ষা করে চিকিৎসার পরামর্শ প্রদান করা হয়।
একইসাথে একশ’জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্তভাবে বাছাই করা হয়। আগামী সপ্তাহে তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। পিকেএস পরিবারের মাধ্যমে জেলা বিএনপি এবং ড্যাব যশোর শাখা এই সেবা প্রদান করবে।
ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক নাহিদ কামাল ও পিকেএস পরিবারের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম ক্যাম্পের কার্যক্রমের খবরাখবর নেন এবং সকলকে এ ধরনের সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করেন। ড্যাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাক্তার উবায়দুল কাদির উজ্জ্বল, ডাক্তার ফারুক এহতেশাম পরাগ, ডাক্তার আবু হায়দার মনিরুজ্জামান, ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, ডাক্তার শাকির আহমেদ শুভ্র ও ডাক্তার রেজোয়ান।
বিএনপি ও ড্যাবের তরফ থেকে জানানো হয়েছে, নিয়মিত ক্যাম্প আয়োজনের মাধ্যমে জনগণকে স্বাস্থ্য সেবা দেয়া হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝