gramerkagoj
মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ভারত সিরিজে দলের সাথে থাকবেন হাথুরু
প্রকাশ : শনিবার, ৭ সেপ্টেম্বর , ২০২৪, ০৬:২০:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-09-07_66dc455026fdf.JPG

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় বাংলাদেশকে অন্যন্য উচ্চতায় নিয়ে গেছে। তারপরও দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে রয়েছেন চাকরি হারানোর শঙ্কায়। কারণ বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়া ফারুক আহমেদ তাকে চান না। নাজমুল হাসান পাপনের জায়গায় দায়িত্ব নেওয়ার পর তিনি পরিষ্কারভাবেই তা জানিয়েছেন। তবে ভারত সিরিজে দলের সাথে থাকবেন হাথুরু। এমনই আভাস পাওয়া যাচ্ছে।
তবে পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ গোলে হারানোর পর বাস্তবতা কিছুটা বদলেছে। সামনে রয়েছে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ। এর মধ্যেই পাকিস্তান সফর থেকে দলের সঙ্গে দেশে ফিরে অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে গেছেন হাথুরু।
তার চাকরি নিয়ে এখনও অনিশ্চয়তা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ভারত সফরের আগেই তাকে বদলানো হবে কি না এমন আলোচনা এখন ক্রিকেট মহলে। তবে ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে হাথুরু যোগ দেবেন বলে জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, হেড কোচ আসবেন।
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়েও অনিশ্চয়তা আছে। বিগত আওয়ামী লীগ সরকারের এই সংসদ সদস্যের নামে হত্যা মামলা হয়েছে। তিনি ভারত সফরের আগে দেশে ফিরছেন না। কাউন্টি খেলতে গেছেন ইংল্যান্ড।
কিন্তু ভারত সফরের পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই সিরিজে কি দলের সঙ্গে থাকবেন সাকিব। উত্তরে ফাহিম বলেন, সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে। আপাতত আমরা সেটুকুই জানি।
ভারত সফরের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, দলে ইনজুরির সমস্যা নেই আমি যতটুকু জানি। আশা করছি পুরো দলকেই পাওয়া যাবে। সাকিব কাউন্টি খেলতে গেছে। এছাড়া পুরো টিমই এভেইলেবল থাকবে আশা করছি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝