gramerkagoj
মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
রাজনীতিতে পরিবর্তন না আনলে বেশি দিন টেকা যাবে না : আমীর খসরু
প্রকাশ : শনিবার, ৭ সেপ্টেম্বর , ২০২৪, ০৪:৫৪:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-09-07_66dc2a5ec7ee5.jpg

সবাইকে জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের রাজনীতি। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা-আকাঙ্ক্ষা জেগেছে। যে নতুন সূর্য উঠেছে, সেটাকে মাথায় রেখে রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। তা না হলে বেশি দিন টেকা যাবে না।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা ছোট মেরুং হাইস্কুল মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় মাস্তান ও দখলবাজদের আশ্রয় বিএনপিতে নেই বলে মন্তব্য করেন আমীর খসরু।
তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে জনমানুষের মুখে হাসি ফোঁটানো হবে। এজন্য পাহাড়ি-বাঙালি ভাই ভাই হিসেবে এক হয়ে কাজ করার আহ্বান জানান আমীর খসরু।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান।
পরে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ ত্রাণ উপহার দেওয়া হয়।
ফেরার পথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দীঘিনালায় আওয়ামী লীগ কর্মীদের আঘাতে নিহত ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি রবিউল ইসলামের বাড়িতে যান।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝