gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
চুয়াডাঙ্গায় সেচ প্রকল্পের পাড় ভেঙে প্লাবিত হাজারো হেক্টর ধানক্ষেত
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর , ২০২৪, ১১:১৯:০০ এএম
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
GK_2024-09-05_66d93cd226609.jpg

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জিকে সেচ প্রকল্পের ইরিগেশন খালের পাড় ভেঙে গেছে। ফলে কয়েক হাজার হেক্টর জমির আমন ধান প্লাবিত হয়েছে। পানিতে ভেসে গেছে পাটের জাগ ও পুকুরের মাছ। এছাড়া বসতবাড়িতেও উঠেছে অনেক পানি।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর-কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ২ বছর আগে রাজু ফারাজী নামের এক ব্যক্তি ধানক্ষেতে সেচের জন্য খালের পাড় কেটে পাইপ স্থাপন করেন। গত কয়েকদিন যাবৎ ওই পাইপের পাশ দিয়ে পানি বের হতে থাকে। বুধবার সন্ধ্যায় ওই জায়গা থেকে জিকে খালের প্রায় ১০০ ফিট জায়গা ভেঙে পানি প্রবাহিত হয়। মুহূর্তে খালের পানিতে কেদারনগর-কাশিপুর ও ডামোশ গ্রামের কয়েক হাজার হেক্টর জমির আমন ধানের ক্ষেত প্লাবিত হয়। পানির স্রোতে জিকে খালে জাগ দেওয়া পাটও ভেসে যায়। এছাড়া ওই পানিতে ভেসে গেছে ৫-৬টি মাছচাষের পুকুরও।
ভুক্তভোগী কৃষক মোহাম্মদ আলী জানান, এবছর ১ বিঘা জমির পাট কেটে খালের পানিতে জাগে দিয়েছি। কয়েকদিন পরই ওই পাট পরিষ্কার করা হতো। কিন্তু এমন ঘটনায় তিনি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কেদারনগর গ্রামের কৃষক আজগর আলী জানান, দীর্ঘদিন জিকে খালের পাড়গুলো সংস্কার করা হয়নি। এতে পোকা-মাকড় ছোট বড় গর্ত তৈরি করেছে। পাড় ভেঙে প্লাবিত হয়েছে কয়েক হাজার হেক্টর জমির ধান, পাট ও মাছের পুকুর। এসকল ফসল রক্ষায় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা।
বেলগাছি ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মেহেরাজ আলী জানান, জিকে খালের পানিতে কয়েক হাজার হেক্টর জমির ধান প্লাবিত হয়েছে। পানি বের করার জন্য ওই এলাকার ছোট খালগুলো পরিষ্কার করা হবে।
আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন জানান, কী পরিমাণ ক্ষতি হয়েছে এখন বলা সম্ভব না। তদন্ত কমিটি গঠন করার পর ক্ষতির পরিমাণ জানা যাবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝