শিরোনাম |
চেক ডিজঅনারের পৃথক দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন এখনো রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। তিনি রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার দুলাল বেপারিপাড়ার বাসিন্দা। সেখানকার প্রোগ্রেসিফ পাওয়ার ব্যাটারি নামের একটি প্রতিষ্ঠানের মালিক তিনি।
ইতিমধ্যে যশোর আদালত তার বিরুদ্ধে চেকডিজঅনারের মামলায় দুই বছরের কারাদন্ড ও ৩০ লাখ টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন। কিন্তু কোনোভাবেই আলাউদ্দিন আটক হচ্ছেন না বলে অভিযোগ করেছেন মামলার বাদী যশোর শহরের জেলরোড বেলতলার জাকির ব্যাটারি হাউজের মালিক জাকির হোসেন।
জাকির হোসেন জানান, আলাউদ্দিনের সাথে তার ব্যবসায়ীক সম্পর্ক। বিভিন্ন সময় আলাউদ্দিন তার কাছ থেকে দুই কোটি ২০ লাখ টাকার ব্যাটারি বাকিতে নেন। এর অনুকূলে আলাউদ্দিন কয়েকটি চেক দেন। পরবর্তীতে আলাউদ্দিন টাকা পরিশোধ না করে ঘুরাতে থাকেন। বাধ্য হয়ে তিনি ২০২১ সালে একাধিক চেকের মামলা করেন। এরমধ্যে দুটি চেক মামলায় তার সাজা হয়েছে।
বিচারক একটি মামলায় আলাউদ্দিনকে এক বছরের সশ্রম কারাদন্ড ও ২০ লাখ টাকা অর্থদন্ড এবং অপরটিতে ১০ লাখ টাকা অর্থদন্ড এবং আরও এক বছরের কারাদন্ড দেন। যশোর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু আজ পর্যন্ত আটক হয়নি আলাউদ্দিন।
জাকির আরও জানান, বিভিন্নভাবে আলাউদ্দিন তাকে হুমকি দিচ্ছে।