শিরোনাম |
জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার পৌর উত্তর থানার উদ্যোগে অসহায় ও দুস্থ আটজন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। বুধবার শহরের পূর্ব বারান্দি মোল্লাপাড়া মোড়ে দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে পৌর উত্তর থানার আমীর নূর-ই-আলী নূর মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর শহর সাংগঠনিক জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শামছুজ্জামান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা। এসময় উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহমান, কর্মপরিষদ সদস্য বদরুজ্জামান, আনোয়ারুল ইসলাম এবং অধ্যাপক আব্দুল আহাদ।
প্রধান অতিথির বক্তৃতায় শহর সাংগঠনিক জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, জামায়াতে ইসলামী আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ একাধিক উদ্যোগ নিয়েছে।