শিরোনাম |
চুড়ামনকাটি বাদিয়াটোলা গ্রামের বাসিন্দা কুয়েত প্রবাসী ও বিএনপি কর্মী মেহের আলী হত্যাকান্ডে জড়িত সন্দেহে দুই সন্ত্রাসীকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয়েছে।
আটকরা হলেন উপশহর ই-ব্লকের মাহাবুবুর রহমান ওরফে আকাশ ওরফে কোকিল ওরফে ফয়সাল ও রকি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে বলে ডিবি জানিয়েছে।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, নিহতদের স্বজনদের সূত্রে জানতে পেরেছেন, বিএনপি কর্মী মেহের আলী ১৮ বছর আগে দেশে থাকাকালীন তার প্রতিপক্ষ শের আলী-তারেক গং তার কাছ থেকে চাঁদা আদায় করে। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। পরে কুয়েত চলে যান মেহের আলী। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। এরপর গত ৯ আগস্ট রাতে নিজ বাড়ির গেটের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি চালিয়ে তাকে হত্যা করে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন নিহতের পিতা। পরিবারে অভিযোগ এবং এলাকায় প্রচার রয়েছে, প্রতিপক্ষ তারেক ভাড়াটে কিলার আকাশ এবং তার সহযোগীদের দিয়ে মেহের আলীকে হত্যা করিয়েছেন। এর প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে অভিযান চালিয়ে আকাশকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তিতে ভেকুটিয়া গ্রাম থেকে রকিকে আটক করা হয়।