gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
লুৎফে সিদ্দিকী প্রধান উপদেষ্টার বিশেষ দূত
প্রকাশ : বুধবার, ৪ সেপ্টেম্বর , ২০২৪, ০৯:৩৫:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2024-09-04_66d881d20dc80.jpg

বিনিয়োগ ব্যবস্থাপনা পেশাদারদের আন্তর্জাতিক সংস্থা-সিএফএ ইনস্টিটিউটের সাবেক ব্যবস্থাপনা পরিচালক লুৎফে সিদ্দিকীকে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বিষয়-সংক্রান্ত বিশেষ দূত পদে থাকাকালীন লুৎফে সিদ্দিকী উপদেষ্টা পদমর্যাদায় বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলা হলেও বিশেষ দূত হিসেবে লুৎফে সিদ্দিকীর দায়িত্বের মেয়াদ নিয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।
লুৎফে সিদ্দিকী লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের ভিজিটিং প্রফেসর এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে, অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আর্থিক ও মুদ্রানীতি সম্পর্কিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার কাউন্সিলের সদস্য। অর্থায়ন ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের ভবিষ্যতের জন্য কাউন্সিলগুলোতে বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া তার ইউবিএস, বার্কলেস ক্যাপিটাল এবং ডয়চে ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকে তার শেষ ভূমিকাটি ছিল গ্লোবাল হেড অব ইমারজিং মার্কেট, ফরেন এক্সচেঞ্জ রেট এবং ক্রেডিট। এছাড়া তিনি ইউবিএস নলেজ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা প্রধান। বার্কলেস ক্যাপিটালে তিনি এশিয়া-প্যাসিফিকের ফরেন এক্সচেঞ্জ ডিস্ট্রিবিউশন এবং কর্পোরেট রিস্ক অ্যাডভাইসরির প্রধান ছিলেন।
ইউবিএস এবং বার্কলেস ক্যাপিটালে তিনি সিঙ্গাপুর ও যুক্তরাজ্য উভয় স্থানেই নিয়োজিত ছিলেন। এর আগে, তিনি লন্ডনের ডয়চে ব্যাংকে ফরেন এক্সচেঞ্জ স্ট্রাকচারিংয়ের প্রধান ছিলেন।
লুৎফে সিদ্দিকী লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতিতে এমএসসি, ইয়র্ক ইউনিভার্সিটি থেকে একনোমেট্রিক্সে বিএসসি (অনার্স), পাশাপাশি হার্ভার্ড ও অক্সফোর্ডের লিডারশিপ সনদ অর্জন করেছেন। ২০২১ সালের জানুয়ারিতে বিনিয়োগ ব্যবস্থাপনা পেশাদারদের আন্তর্জাতিক সংস্থা সিএফএ ইনস্টিটিউটে প্রথম বাংলাদেশি ব্যবস্থাপনা পরিচালক (রিজিওনস ও সোসাইটি রিলেশন) হিসেবে যোগ দেন লুৎফে সিদ্দিকী।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝