শিরোনাম |
❒ বিদেশে লোক পাঠানোর নামে ১৪ লাখ টাকা আত্মসাৎ
কাগজ সংবাদ
যশোরের এক যুবককে মালয়েশিয়ায় ভালো বেতনে চাকরি দেওয়ার নামে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ঢাকার কেএএইচ ইন্টারন্যাশনালের পরিচালক কাজী আবিদ হাসানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর মামলাটি করেছেন যশোর শহরের শাহ আব্দুল করিম রোডের আব্দুর রহমান।
অভিযোগ আমলে নিয়ে বিচারক আসামির প্রতি সমন জারি করেছেন। আসামি কাজী আবিদ হাসান রাজবাড়ি জেলার দক্ষিণবাড়ি রামদিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার পল্লবির হাইপ্রেরিয়ান গার্ডেনে থাকেন।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, আবিদ ম্যানপাওয়ার ব্যবসায়ী ও বাদীর আত্মীয়। সেই সুবাধে আবিদ জানান আব্দুর রহমানকে মালয়েশিয়া নিয়ে ভালো বেতনে চাকরি দিতে পারবেন। প্রস্তাবে রাজি হন আব্দুর রহমান। নাথে আরও কয়েকজন আত্মীয়কে বিদেশে নিয়ে যেতে রাজি করান। একপর্যায়ে ২০২৩ সালের ২ মার্চ থেকে শুরু করে ২৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মাধ্যমে সকলের কাছ থেকে টাকা নিয়ে আবিদকে ১৪ লাখ ১২ হাজার টাকা দেন আব্দুর রহমান। শর্ত থাকে টাকা পাওয়ার তিন মাসের মধ্যে রহমানকে বিদেশে পাঠাতে হবে। অন্যথায় টাকা ফেরত দিতে বাধ্য থাকবেন আবিদ। কিন্তু আবিদ বিদেশে পাঠাতে বর্থ হন।
অন্যদিকে, টাকা ফেরত দিতেও তালবাহানা করেন তিনি। সর্বশেষ ৩০ আগস্ট আসামির সাথে দেখা হলে ওই টাকা ফেরত দিতে অনুরোধ জানান। কিন্তু আবিদ টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে দেন। ফের টাকা চাইলে হত্যারও হুমকি দেন।