শিরোনাম |
অপহরণের চার দিন অতিবাহিত হলেও যশোরের বাঘারপাড়ার ছাতিয়ানতলা ইউনাইটেড গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী এখনো উদ্ধার হয়নি। সে দরাজহাট ইউনিয়নের মেয়ে।
সোমবার (২ সেপ্টম্বর) দুপুরে উপজেলার সৈয়দ মাহমুদপুর গ্রামের সালামতের বাড়ির পাশে ইটের সলিং রাস্তার উপর থেকে তাকে অপহরণ করা হয়। অভিযুক্ত নিজাম উদ্দিনের (৫০) নেতৃত্বে ওই পরীক্ষার্থীকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অপহৃত পরীক্ষার্থীর পিতা অভিযোগে উল্লেখ্য করেছেন, নিজাম উদ্দিন একজন মাদকাসক্ত ব্যক্তি। দীর্ঘদিন সে তার মেয়েকে হয়রানি করে আসছিল। সোমবার দুপুরে তার মেয়ে বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে সৈয়দ মাহমুদপুর গ্রামের সালামতের বাড়ির পাশে ইটের সলিং রাস্তার উপর থেকে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায় নিজাম উদ্দিনসহ অজ্ঞাতনামারা। তিনি থানা পুলিশকে জানালে পুলিশ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে না।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়েছিভ থানা পুলিশ তদন্তপূর্বক ব্যবস্থা নেবে’।