gramerkagoj
বুধবার ● ১৫ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের দাবিতে রামেবিতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ : বুধবার, ৪ সেপ্টেম্বর , ২০২৪, ০৫:৪৭:০০ পিএম
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো:
GK_2024-09-04_66d8403e7f602.jpg

অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় অতিদ্রুত পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের এক দফা দাবিতে আন্দোলন করছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। বুধবার (৪ সেক্টেম্বর) তারা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় খড়কুটো জ্বালিয়ে বিক্ষোভ করতেও দেখা যায় তাদের। পরে রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক ও কলেজ পরিদর্শককে অবরুদ্ধ করে।
শিক্ষার্থীদের অভিযোগ, নানা অব্যবস্থাপনার কারণে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতায় নার্সিং ইন্সটিটিউট শিক্ষার্থীদের পরীক্ষা দিনে পর দিন পেছানো হচ্ছে। এর আগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও ঘটে। পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের একটি চক্র ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল। কিন্তু ভিসি কোনো ব্যবস্থা না নিয়ে পরীক্ষা স্থগিত করে দেন। এভাবে একটি শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না। তারা দ্রুত নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষাগ্রহণসহ ফলাফলও প্রকাশের দাবি জানান। এতে ব্যর্থ হলে আন্দোলন আরো জোরদার করা হবে বলেও ঘোষণা দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝