gramerkagoj
বুধবার ● ১৫ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কলাপাড়ায় বিএনপি নেতার সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা
প্রকাশ : বুধবার, ৪ সেপ্টেম্বর , ২০২৪, ০৪:৫১:০০ পিএম
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:
GK_2024-09-04_66d83bbca5dff.jpg

বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এর সাথে কলাপাড়া উপজেলা কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিমিয়সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব মিলানায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক হুমায়ূন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্ন, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা কলাপাড়ায় উন্নয়ন ধারাবাহিকতা বজায় রেখে সকলকে নিয়ে একসাথে কাজ করতে চান এবং সন্ত্রাসবিরোধী সকল কর্মকান্ডকে প্রতিহত করা হবে।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার বলেন, কলাপাড়ায় কোন নৈরাজ্য প্রশ্রয় দেয়া হবেনা। সে যদি বিএনপির কর্মীও হয় তাকে কোন সুযোগ দেয়া হবে না। আমরা সকলকে নিয়ে একত্রে বসবাস করতে চাই। পৌর বাজার খাজনা ব্যাপারে যাতে বেশি না নেওয়া হয় তার ব্যবস্থা আমরা করবো। এর মধ্যে চৌরাস্তায় কাঁচা বাজার, ঘোঠাউন ঘাট অটো, হুন্ডা কোন টাকা দিতে হবে না।
বিএনপি নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, ৫ই আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটাতে গিয়ে বিভিন্ন শ্রেনির মানুষ মারা গেছে। বিশেষ কওে ছাত্র আন্দোলনের কারনে এ সরকারে পতন হয়েছে। দেশ চালাতে আমরা বর্তমান সরকারকে সর্বত সহযোগিতা করবো। আওয়ামীলীগ সরকার সংবিধানকে ভেঙ্গে দিয়েছে। বিচার বিভাগ দলীয় করন করেছে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদেও প্রশ্ন করার অনুমতি দেন ও প্রধান অতিথি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝