gramerkagoj
বুধবার ● ১৫ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম জুবায়ের ও সাদপন্থিদের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা দিন ও রাতের তাপমাত্রা কমে উত্তরাঞ্চলে বাড়বে শীত আনসার ও ভিডিপি সদস্যদের চাকরি স্থায়ীকরণের দাবি বিবেচনা করা হচ্ছে ড. ইউনূসের কাছে চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা হত্যাচেষ্টা মামলায় সালমান-পলক চার দিনের রিমান্ডে গাজায় যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত পর্যায়ে, যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে ক্ষমা চেয়ে সিদ্ধান্ত বদলালেন পাকিস্তানি পেসার পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে সরকার : আইজিপি মতিউরকন্যা ইপ্সিতা শতকোটি টাকার সম্পদের মালিক কারারক্ষী স্বামীর বিরুদ্ধে মামলা করে বিপাকে স্ত্রী
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নাটোরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
প্রকাশ : বুধবার, ৪ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:৩৩:০০ পিএম
নাটোর প্রতিনিধি:
GK_2024-09-04_66d822c60a698.jpg

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের দায়ে মো. দুলাল নামে (২৯) এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
বুধবার (০৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
বিশেষ সরকারি কৌঁসুলি মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত মো. দুলাল নাটোরের বাগাতিপাড়ার চাইপাড়া এলাকার মো. মোস্তাকিনের ছেলে।
মামলার বরাত দিয়ে আনিসুর রহমান বলেন, ২০১১ সালের ৩ জুলাই বেলা ১১টার দিকে শিশুটি রাস্তার পাশে খেলার সময় পেয়ারা দেওয়ার কথা বলে তাকে নিজেদের বাড়ির একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন দুলাল। এ সময় দুলালের কাকাতো বোন ঘটনাটি দেখে ভিকটিমের মাকে জানান। পরে ভুক্তভোগীর মা গিয়ে দুলালের নাম ধরে ডাকলে তিনি দরজা খুলে পালিয়ে যান। পরে শিশুটিকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার শরীর থেকে রক্তপাত হওয়ায় তাকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিকটিমের দাদা বাদী হয়ে দুলালের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা, বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান ঘটনার এক মাস পরে আদালতে অভিযোগপত্র জমা দিলে সাক্ষ্য প্রমাণ শেষে দীর্ঘ ১২ বছর পর এ রায় দিলেন বিচারক। রায়ে যাবজ্জীবনের পাশাপাশি জরিমানার ৫০ হাজার টাকা ভিকটিমকে দিতে আদেশ দেওয়া হয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝