gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
রাজাপুরে মাদকসহ দুইজন আটক
প্রকাশ : বুধবার, ৪ সেপ্টেম্বর , ২০২৪, ০২:৪৫:০০ পিএম
নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
GK_2024-09-04_66d81abab15c1.jpg

ঝালকাঠির রাজাপুরে ৬০০ গ্রাম গাঁজ ও ১০০পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মৃত সাহেব আলীর ছেলে মোঃ আব্দুস কুদ্দুস (৪০) ও নুর আলম হাওলাদারের ছেলে মো. নাছির হওলাদার (২৩)।
আটককৃতদের রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নাসির হাওলাদারকে ১ বছর ও আঃ কুদ্দুসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে তল্লাশি চালিয়ে মাদক পাওয়া যায়। এরপর মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাদন্ড দেওয়া হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝