gramerkagoj
সোমবার ● ৭ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম জ্বালানী তেল পরিবেশক সমিতি যশোরের সাধারণ সভা ও কমিটি গঠন যশোরে পবিত্র আশুরা স্মরণে শহরে শোক র‌্যালী ও আলোচনা অনুষ্টিত মহেশপুরে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, আটক ৪ শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক যশোরে কৃষকদল নেতা তরিকুল হত্যায় আরও দুইজন আটক বাঘারপাড়ার বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা জুলফিকার আলীর মৃত্যু অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু পাইকগাছার ভরত চন্দ্র হাসপাতাল রক্ষায় মানববন্ধন মোরেলগঞ্জে নিখোঁজের একদিন পর সোনা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার যশোরে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই আটক মব সহিংসতায় জড়িতদের ছাড় নয়

❒ চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ

নিউইয়র্কের গভর্নরের সহকারী গ্রেফতার
প্রকাশ : বুধবার, ৪ সেপ্টেম্বর , ২০২৪, ০১:০৫:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2024-09-04_66d803dbb4eac.jpg

চীনের গোপন এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলের সহকারী লিন্ডা সান (৪১)। তার স্বামী ক্রিস্টোফার হু (৪০)’কেও গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। বিবৃতিতে বলা হয়েছে, “নিউইয়র্ক রাজ্য প্রশাসনের কর্মরত লিন্ডা সান চীনের গোপন এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন। এর মাধ্যমে তিনি এবং তার স্বামী ক্রিস্টোফার হু (৪০) লাখ লাখ ডলার উপার্জন করেছেন।”
২০২১ সালে নিজের নেতৃত্বাধীন প্রশাসনের ডেপুটি চিফ অব স্টাফ পদে লিন্ডা সানকে নিয়োগ দেন নিউইয়র্কের বর্তমান গভর্নর ক্যাথি হোচুল। এর আগে ক্যাথির পূর্বসূরী গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর আমলেও একই পদে ছিলেন তিনি।
এফবিআইয়ের অভিযোগে সানের বিরুদ্ধে চীনের সঙ্গে বছরের পর বছর ধরে ‘সক্রিয় গোপন সম্পর্ক’ রক্ষা করা, ভিসা জালিয়াতি, তথ্য ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। আর তার স্বামী হু’র বিরুদ্ধে আনা হয়েছে শুধু অর্থপাচারের অভিযোগ।
অভিযোগে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সফর এবং নিউইয়র্ক রাজ্যপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ জানিয়ে চীনের উচ্চপদস্থ কর্মকর্তাদের একাধিকবার চিঠি দিয়েছেন লিন্ডা সান। এমনকি নিউইয়র্ক অঙ্গরাজ্যের বিভিন্ন সরকারি নথিও তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে চীনে পাচার করেছেন।
তাইওয়ানের প্রতি বৈরী ছিলেন লিন্ডা। বিভিন্ন কৌশল অবলম্বন করে তাইওয়ানের কর্মকর্তারা যেন নিউইয়র্ক রাজ্য প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তাইওয়ানের কর্মকর্তাদের সাক্ষাৎ বা বৈঠক তিনি ঠেকিয়ে রাখতেন বলেও অভিযোগ এসেছে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলীয় শাখার প্রধান আইন কর্মকর্তা ব্রেওন পিস সাংবাদিকদের বলেন, লিন্ডা সান চীনের একজন উচ্চপর্যায়ের গুপ্তচর ছিলেন এবং এই গুপ্তচরবৃত্তির মাধ্যমে কয়েক কোটি কোটি ডলার উপার্জন করেছেন তিনি। সেই অর্থের একটি অংশ নামে-বেনামে বিভিন্ন ব্যাংকে রেখেছেন, বাকি অর্থ দিয়ে নিউইয়র্কসহ অন্তত ৩টি অঙ্গরাজ্যে দামী সম্পত্তি কিনেছেন।
সূত্র : আলজাজিরা

আরও খবর

🔝