gramerkagoj
মঙ্গলবার ● ২১ জানুয়ারি ২০২৫ ৮ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
১৯ বাংলাদেশি ভারতে পাচার, দেশে ফেরার আকুতি
প্রকাশ : বুধবার, ৪ সেপ্টেম্বর , ২০২৪, ১১:২০:০০ এএম
প্রেস বিজ্ঞপ্তি:
GK_2024-09-04_66d7f26ccedaa.jpg

দেশের ৪টি জেলা যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, রংপুর সীমান্ত দিয়ে প্রতিনিয়ত মানবপাচার হচ্ছে। গত ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বিভিন্ন সময়ে ১৯ জন বাংলাদেশি নাগরিক দালালের মাধ্যমে ভারতে পাচার হয়েছে।
বর্তমানে এসব ভিকটিমরা ভারতের গুজরাট পুলিশের একটি নিরাপদ হেফাজতে আটক রয়েছে। নির্যাতিত এসব ভিকটিমরা দেশে ফিরে আসার জন্য আকুতি জানিয়েছে। ভুক্তভোগী পারিরারের আত্মীয়-স্বজন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাথে যোগাযোগ করে তাদের মানবেতর জীবনযাপনের বিষয়টি জানায়। ফলে সংস্থা ভিকটিমদের দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। যাতে তারা শিঘ্রই দেশে ফিরে আসতে পারে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাথে যোগাযোগ করে জানা যায়, এ ধরনের অসংখ্য ভুক্তভোগী ভারতের বিভিন্ন কারাগারে আটক রয়েছে এবং তারা বাংলাদেশে ফিরে আসার জন্য আকুতি জানিয়েছে।
সংস্থার নির্বাহী পরিচালক (ইনচার্জ) মোজাম্মেল হক এ বিষয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টি আর্কষণ করে বলেন, ভারতের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশিদের তালিকা তৈরী করে, অতিদ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। এ বিষয়ে তাদের সংস্থা কাজ চালিয়ে যাচ্ছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝