gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ২ জন নিহত
প্রকাশ : বুধবার, ৪ সেপ্টেম্বর , ২০২৪, ১১:৪৭:০০ এএম
পাবনা প্রতিনিধি:
GK_2024-09-04_66d7f0bc39a22.jpg

পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় হালিম হোটেলের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু (৪৫) ও মঞ্জু প্রামাণিক (৪৪) নামে দুই জন নিহত হয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
নিহত মিলন হোসেন মধু পাবনা শহরের পূর্ব শালগাড়িয়া এলাকার আরমান শেখের ছেলে এবং মঞ্জু পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে। মধু পরিবহনে চাঁদা তুলতেন আর মঞ্জু অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হালিম হোটেলে নাস্তা করতে গিয়েছিলেন মিলন-মঞ্জু। হোটেলের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাদের ছুরিকাঘাত করে। এ সময় মাটিতে লুটিয়ে পড়েন তারা। আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলী বলেন, দুই জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কারণ বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝