gramerkagoj
বুধবার ● ১৫ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
পর্দার শেখ হাসিনা এখন কোথায়?
প্রকাশ : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর , ২০২৪, ০৪:০৮:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2024-09-03_66d6df2c352e0.jpg

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির পর্দায় তিনি হয়েছিলেন শেখ হাসিনা। এখন পর্যন্ত তার করা শেষ সিনেমা এটি। বর্তমানে কোথায় আছেন পর্দার এই হাসিনা?
নুসরাতকে চলতি বছর জাতীয় নির্বাচনের পর থেকে আর কোথাও দেখা যাচ্ছে না। না কোনো সিনেমায়, না কোনো অনুষ্ঠানে। তবে তাকে পাওয়া গেছে অনলাইন জুয়ার বিজ্ঞাপনে, যা দেখে বিস্মিত হয়েছেন তার পরিচিত ও ভক্তদের অনেকে!
সম্প্রতি সেই অ্যাপের প্রচারণামূলক গানে নাচ করতে দেখা গেছে তাকে। ‘সবাই মিলে খেলব, আনন্দ করে ফিরব, সাবধানে খেলে যাব...’ কথার গানটি যেন কোনো সিনেমার আইটেম গান! গানের শেষাংশে তাকে বলতে দেখা গেছে, ‘প্রতিষ্ঠানটির সঙ্গে পথচলায় আমি ভীষণ রোমাঞ্চিত।’
তার সঙ্গে যোগাযোগ করা হলে এই অভিনেত্রী বলেন, ‘দেশের বাইরে আছি, ভালো আছি। মাসখানেকের বেশি বিদেশে বেড়াতে এসেছি।’
২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নুসরাত ফারিয়ার। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’ ভারতের পশ্চিমবঙ্গের ছবিতে কাজ করেছেন তিনি। বাংলাদেশে তার অভিনীত ছবি ‘শাহেনশাহ’। এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন। সিনেমার পাশাপাশি মিউজিক ভিডিও এবং আইটেম গানেও দেখা গেছে তাকে। সর্বশেষ ‘সুরঙ্গ’ ছবির আইটেম গানের মডেল হয়েছিলেন তিনি।
বাংলাদেশের আইনে যে কোনো ধরনের বাজি ও জুয়া নিষিদ্ধ। এমনকি সেসবের প্রচার-প্রচারণার ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা। নুসরাত ফারিয়ার মতো অভিনেত্রীকে তাই জুয়ার সাইটের বিজ্ঞাপনে দেখে বিস্মিত অনেকেই। তবে উল্টো ঘটনাও রয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে ইংরেজিতে দেওয়া তার বক্তব্য নজর কেড়েছিল মানুষের।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝