gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ এস, আলম কোম্পানির লুট করা গাড়ি ব্যাবহার

বিএনপি নেতা সালাহউদ্দিন ও খোকনকে শো’কজ
প্রকাশ : সোমবার, ২ সেপ্টেম্বর , ২০২৪, ০৯:২৩:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2024-09-02_66d5dd7b720a6.jpg

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে শো’কজ করেছে বিএনপি। দেশের আলোচিত প্রতিষ্ঠান এস, আলম কোম্পানির লুট করা গাড়ি ব্যাবহারের অভিযোগে তাদেরকে এ শো’কজ করা হয়। সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের গ্রুপের গাড়ি ব্যবহারের জন্য সালাউদ্দিন আহমেদকে এবং বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী দিলিপ কুমার আগারওয়ালার সঙ্গে বৈঠকের অভিযোগে খোকনকে শো’কজ করা হয়েছে।
এদিকে, অনিচ্ছাকৃত ভুলে এস আলমের গাড়ি ব্যবহার করার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে গুলশানের নিজ বাসভবনে তিনি এ বিষয়ে দু:খ প্রকাশ করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ ১০ বছর পর আমার নিজ নির্বাচনী জেলায় সংবর্ধনায় অংশ নিয়েছিলাম। আমি বিমানবন্দর থেকে নেমে কোন গাড়িতে করে যাবো, সেটা তো আমি ঠিক করতে পারিনি। সংবর্ধনার আয়োজন করেছিল চকোরিয়া জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, তারাই গাড়ি ঠিক করে দিয়েছে।
তিনি বলেন, বিমানবন্দরে নামার পর আমাদের নেতাকর্মীরা বলেছে, এই গাড়িতে উঠেন। এখন সেই গাড়িটি কার তা খোঁজ নেওয়ার চিন্তা-ভাবনার মধ্যে ছিলাম না। ১০ বছর পর নিজ জেলায় যাচ্ছি, তাই আবেগপ্লুত ছিলাম। মনের মধ্যে বাসনা ছিল কখন মা-বাবার কবর জিয়ারত করবো।
সাবেক এই মন্ত্রী বলেন, পরে জানতে পারি এই গাড়িটি আমার এক ছোট ভাইয়ের। যিনি এস আলম গ্রুপে চাকরি করেন। তিনি কোম্পানির বিভিন্ন জমির বিষয়গুলো দেখে থাকেন। এ জন্য তাকে কোম্পানি গাড়ি চলাচলের জন্য দিয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝