gramerkagoj
সোমবার ● ২১ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
gramerkagoj
পরিবর্তন হচ্ছে ৫, ১০ ও ২০ টাকার নোট
প্রকাশ : সোমবার, ২ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:৫২:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-09-02_66d58a948a4eb.jpg

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দ্রুত ৫, ১০ ও ২০ টাকার নোটগুলো পরিবর্তন করা হবে। এ সব কাগুজে নোটের অবস্থা খুবই নাজুক হওয়ার কারণে পরিবর্তন করা হবে।
আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।
তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। জিডিপির বাস্তব সংখ্যা কত তা জানার কাজ চলছে।
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে।

আরও খবর

🔝