gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ধ্বংসস্তুপ থেকে বাংলাদেশকে তুলে আনলো লিটন-মিরাজ
প্রকাশ : রবিবার, ১ সেপ্টেম্বর , ২০২৪, ০৬:৩৫:০০ পিএম , আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর , ২০২৪, ০৪:২৬:৪৪ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-09-01_66d467f47c36a.JPG

২৬ রানে ছয় উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ। এ অবস্থায় ভেঙে পড়াটা ছিল অনেকটা স্বাভাবিক। কিন্তু সেটা হতে দেননি লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ব্যাট হাতে লড়াই করে দলকে টেনে তুলেছেন তারা। লিটন দাস তুলে নিয়েছেন অসাধারণ সেঞ্চুরি। মিরাজ পেয়েছেন অর্ধশতক রান।
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে করা ২৭৪ রানের জবাবে ২৬২ রানে শেষ হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস। ফলে ১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট করতে নামবে স্বাগতিকরা।
টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ শুরু থেকেই চাপে পড়ে। জাকির হাসানের উইকেট তুলে নেন খুররাম শেহজাদ। ১৬ বলে এক রান করেন এই ব্যাটার। পরের ওভারের প্রথম বলে সাদমান ইসলামকে বোল্ড করেন খুররাম।
দুই বল পর একই ভাগ্য বরণ করতে হয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। পাঁচ বলের ব্যবধানে তিনটি উইকেট তুলে বাংলাদেশকে পাহাড়সম চাপে ফেলে দেন খুররাম। পরে যত সময় গড়িয়েছে, সেই চাপ ততই বেড়েছে।
উইকেটের দেখা পান সকাল থেকে দারুণ বল করা মীর হামজাও। দুই বলে কোনো রান করার আগেই তার লেগ স্টাম্পের বল ফ্লিক করতে গিয়ে মিড অনে সহজ ক্যাচ দেন মুমিনুল। অভিজ্ঞ দুই ব্যাটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানও পারেননি দলকে গোছাতে। ৯ বলে ৩ রান করে মীর হামজার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মুশফিক। খুররামের বলে এলবিডাব্লু হন ১০ বলে ২ রান করা সাকিব। ২৬ রানে ছয় উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ।
এ অবস্থায় হাল ধরেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তাদের জুটিতে এগোতে থাকে বাংলাদেশ। লাঞ্চের পর এসে দু’জন হাফ সেঞ্চুরিও তুলে নেন।
তাদের জুটি দেড়শ ছাড়ালে রেকর্ড গড়ে ফেলে। ৩০ রানের নিচে ছয় উইকেট হারানোর পর ১৫০ রানের জুটি হয়নি আন্তর্জাতিক ক্রিকেটেই। কিন্তু রেকর্ডের রানকে আর খুব বেশি বড় করতে পারেননি মিরাজ। খুররাম শেহজাদের কিছুটা লাফিয়ে উঠা বল ডিফেন্ড করতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ দেন তিনি। ১২৪ বলে ৭৮ রান করেন মিরাজ।
এরপর উইকেটে এসে বেশিক্ষণ থাকতে পারেননি তাসকিনও। পাঁচ বলে এক রান করে এলবিডাব্লু হয়েছেন খুররামের পরের ওভারে। এরপরই চা বিরতির ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশের আশা হয়ে ছিলেন লিটন। মিরাজ না পারলেও তিনি সেঞ্চুরি তুলে নিয়েছেন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অসাধারণ এক ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। ১৭১ বলে স্পর্শ করেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি।
দারুণ খেলতে থাকা লিটন শেষদিকে একাই হাল ধরেছিলেন। মিরাজের পর তাকে অনেকটা সময় সঙ্গ দিয়েছেন হাসান মাহমুদ। ৫১ বলে ১৩ রান নিয়ে অপরাজিত থাকেন হাসান। তবে অপরপ্রান্তে লিটন নবম উইকেট হিসেবে বিদায় নেন। ২২৮ বল খেলে ১৩৮ রান করেন তিনি। ১৩টি চার ও চারটি ছক্কায় সাজানো এই ইনিংস। লিটনের পর শেষদিকে নাহিদ রানা শূণ্য রানে দ্রুত বিদায় নিলে বাংলাদেশের ইনিংস শেষ হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝