gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা
প্রকাশ : রবিবার, ১ সেপ্টেম্বর , ২০২৪, ০৬:৩৩:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-09-01_66d45f80c0a0b.JPG

দু’টি ওয়ানডে ও পাঁচটি টি-২০ ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ নারী ‘এ’ দল। দলে রয়েছেন জাতীয় দলের খেলোয়াড়রা। এই সফরে দলনেতা করা হয়েছে রাবেয়া খানকে।
টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেওয়া এই সফরে রয়েছেন জাতীয় দলের নিগার সুলতানা, নাহিদা আক্তার, জাহানারা আলমসহ অভিজ্ঞ অনেকেই। বর্তমান ফর্ম বিবেচনায় ভালো অবস্থানে রয়েছেন স্পিনার রাবেয়া। তাইতো তার উপর আস্থা রেখেছে বিসিবি।
দলে সুযোগ পেয়েছেন তাজ নেহার। গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন’স ক্রিকেট লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে আট ম্যাচে ২৩৪ রান করে সাড়া জাগিয়েছিলেন তিনি। এছাড়া ফিরেছেন শামিমা সুলতানা। অসুস্থতার কারণে লম্বা সময় তিনি ছিলেন জাতীয় দলের বাইরে।
দুই ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ১০ সেপ্টেম্বর। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে টি-২০ সিরিজ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোতে।
বাংলাদেশ ‘এ’ দল: রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাবিকুন নাহার জেসমিন ও শামিমা সুলতানা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝