শিরোনাম |
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে মাঠে গড়ায়নি ম্যাচ। দ্বিতীয় দিনের প্রথম ইনিংস ছিল পাকিস্তানের। পরের দু’টি সেশনে আধিপত্য দেখায় সফরকারী টাইগার বোলাররা। স্পিনার মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ২৭৪ রানে।
দ্বিতীয় টেস্টে পেসার শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। ১৪ মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন এই টাইগার পেসার। আর ফিরেই পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন।
ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসে পাক ওপেনার আব্দুল্লাহ শফিককে সাজঘরে ফেরান তাসকিন। এরপর ক্রিজে আসা পাক অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন সায়েম আয়ুব। দেখেশুনে ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটার। তবে সময়ের সঙ্গে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তারা।
টাইগার বোলারদের ওপর চড়াও হয়ে ৫৫ বলে ফিফটি তুলে নেন শান মাসুদ। আর কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় পাকিস্তান। তবে বিরতি থেকে ফিরেই মিরাজের ঘূর্ণিতে সাজঘরে ফিরে যান পাক অধিনায়ক।
দলীয় ১০৭ রানে ৬৯ বলে ৫৭ রান করে আউট হন মাসুদ। তার বিদায়ের পর ফিফটি তুলে নেন আয়ুব। এরপর তাকেও সাজঘরের পথ দেখা মিরাজ। মিরাজের জোড়া আঘাতের পর সৌদ শাকিলকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন বাবর আজম। তবে দলীয় ১৫৪ রানে পাকিস্তান শিবিরে আবারও আঘাত হানেন তাসকিন। ২৮ বলে ১৬ রান করা শাকিলকে আউট করেন এই টাইগার পেসার।
এরপর মোহাম্মদ রিজওয়ান ও বাবর মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে তাদের সেই প্রতিরোধ ভেঙে দেন সাকিব আল হাসান। দলীয় ১৭৯ রানে ৭৭ বলে ৩১ রান করে আউট হন বাবর। এরপর আঘা সালমানকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন রিজওয়ান। তবে দলীয় ২১১ রানে ৬৩ বলে ২৯ রান করে আউট হন তিনি। এরপর দ্রুতই আরও দু’টি উইকেট তুলে নেন টাইগার বোলাররা।
একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্তে আগলে রেখে ফিফটি তুলে নেন সালমান। ফিফটির পরই পরই সালমানকে সাজঘরে ফেরান তাসকিন। ৯৫ বলে ৫৪ রান করে আউট হন তিনি। শেষ ব্যাটার হিসেবে আবরার আহমেদকে আউট করেন মিরাজ। সেইসঙ্গে নিজের পাঁচটি উইকেট পূর্ণ করেন এই স্পিনার।