gramerkagoj
বুধবার ● ১৫ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম মহেশপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত ঐতিহ্য ধরে রাখতে চৌগাছায় তিনদিন ব্যাপী গুড় মেলা স্ত্রী সন্তানসহ শেখ হাসিনার একান্ত সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা বিজ্ঞান মেলায় প্রথম হওয়ায় শিক্ষার্থীদের সংর্বধনা দিলো শিক্ষকরা জুবায়ের ও সাদপন্থিদের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা দিন ও রাতের তাপমাত্রা কমে উত্তরাঞ্চলে বাড়বে শীত আনসার ও ভিডিপি সদস্যদের চাকরি স্থায়ীকরণের দাবি বিবেচনা করা হচ্ছে ড. ইউনূসের কাছে চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা হত্যাচেষ্টা মামলায় সালমান-পলক চার দিনের রিমান্ডে গাজায় যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত পর্যায়ে, যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
আ'লীগের দুর্নীতি নিয়ে আলোচনা করা বিএনপির দায়িত্ব নয় : খসরু
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ আগস্ট , ২০২৪, ০১:১৫:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-08-29_66d01fbea26b7.jpg

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে আলোচনা করা বিএনপির দায়িত্ব নয়। এটা সরকার চাইলে দেখতে পারে।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।
প্রায় পৌনে এক ঘণ্টার বৈঠকে রাশিয়ান রাষ্ট্রদূত ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নেন।
খসরু জানান, দেশ ও জনগণের স্বার্থ প্রাধান্য দিয়ে মৌলিক বিষয়গুলোতে কীভাবে কাজ করা যায় এসব বিষয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি রাশিয়ায় বাংলাদেশের পণ্যের বাজার প্রসারের বিষয়েও আলোচনা হয়েছে।
তিনি জানান, বাংলাদেশে সাধারণ নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানতে চেয়েছেন রাশান কূটনীতিক। এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি সংস্কারসহ অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে। তাই যৌক্তিক সময় দেওয়া হবে।
একই সঙ্গে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক), নির্বাচন কমিশনসহ (ইসি) সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কার করার জন্য বর্তমান সরকারের সময় প্রয়োজন, সেটা বিএনপি অনুধাবন করে।
দেশ দুটির সম্পর্ক নিয়ে তিনি বলেন, বিএনপি পরিষ্কার বলেছে- সবার সঙ্গে সম্পর্কে যেভাবে বিশ্বাসী, সেভাবে আগামীতেও সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।
শেখ হাসিনা বা আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা হয়েছে কি না জানতে চাইলেন খসরু বলেন, শেখ হাসিনার দুর্নীতির বিষয়ে আলোচনা হয়নি। এটা বিএনপির বর্তমানে দায়িত্বও না। সরকার চাইলে দেখতে পারে। তবে বিএনপি যদি ক্ষমতায় যায় তখন ভেবে দেখা যাবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝