শিরোনাম |
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে আলোচনা করা বিএনপির দায়িত্ব নয়। এটা সরকার চাইলে দেখতে পারে।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।
প্রায় পৌনে এক ঘণ্টার বৈঠকে রাশিয়ান রাষ্ট্রদূত ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নেন।
খসরু জানান, দেশ ও জনগণের স্বার্থ প্রাধান্য দিয়ে মৌলিক বিষয়গুলোতে কীভাবে কাজ করা যায় এসব বিষয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি রাশিয়ায় বাংলাদেশের পণ্যের বাজার প্রসারের বিষয়েও আলোচনা হয়েছে।
তিনি জানান, বাংলাদেশে সাধারণ নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানতে চেয়েছেন রাশান কূটনীতিক। এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি সংস্কারসহ অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে। তাই যৌক্তিক সময় দেওয়া হবে।
একই সঙ্গে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক), নির্বাচন কমিশনসহ (ইসি) সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কার করার জন্য বর্তমান সরকারের সময় প্রয়োজন, সেটা বিএনপি অনুধাবন করে।
দেশ দুটির সম্পর্ক নিয়ে তিনি বলেন, বিএনপি পরিষ্কার বলেছে- সবার সঙ্গে সম্পর্কে যেভাবে বিশ্বাসী, সেভাবে আগামীতেও সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।
শেখ হাসিনা বা আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা হয়েছে কি না জানতে চাইলেন খসরু বলেন, শেখ হাসিনার দুর্নীতির বিষয়ে আলোচনা হয়নি। এটা বিএনপির বর্তমানে দায়িত্বও না। সরকার চাইলে দেখতে পারে। তবে বিএনপি যদি ক্ষমতায় যায় তখন ভেবে দেখা যাবে।