শিরোনাম |
যশোরে রিকশাসহ এক দুর্র্বৃত্তকে আটক করেছেন চালক শাখায়েত হোসেন। বুধবার রাত পৌনে ৩টার দিকে শহরের শংকরপুর রামকৃষ্ণ আশ্রম রোড থেকে রিকশাসহ ওই দুর্বৃত্তকে আটক করা হয়।
আটক বিল্লাল হোসেন সাগর ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার বাসিন্দা। তিনি রাতে শহরে রিকশা চালান।
পুলিশ জানায়, ওই ঘটনায় আটক বিল্লাল হোসেন সাগর এবং পলাতক তার সহযোগীর বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে কোতয়ালি থানায় মামলা করেছেন চালক শাখায়েত হোসেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মৃত ওসমান মুন্সীর ছেলে। মামলার অপর আসামিরা হলেন বেজপাড়ার আকাশ, রেলগেটের অনিক ও বিরামপুরের উজ্জ্বল ।
চালক শাখায়েত হোসেনের অভিযোগ, বুধবার ভোর সোয়া ৪টার দিকে রিকশা নিয়ে ধর্মতলার বাসা থেকে বের হয়ে দড়াটানার দিকে যাচ্ছিলেন। পথে আব্দুর রাজ্জাক কলেজের উত্তর পাশের গেটের সামনে পৌঁছালে চারজন ছিনতাইকারী গলায় হাসুয়া ধরে তার কাছ থেকে ব্যাটারি চালিত রিকশা ও নগদ এক হাজার টাকা কেড়ে নেয়। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেন। সেই সাথে ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধারের জন্য চেষ্টা করতে থাকেন। এক পর্যায়ে পরের দিন রাত পৌনে ৩টার দিকে শংকরপুর রামকৃষ্ণ আশ্রম রোডের জার্মান হোমিও হলের সামনে সাগর নামে ওই দুর্বৃত্তকে তার রিকশাটি ঠেলে নিয়ে যেতে দেখেন। সাথে সাথে তিনি পুলিশকে জানান। এরপর পুলিশের সহায়তায় রিকশা উদ্ধার এবং সাগরকে আটক করেন।