শিরোনাম |
❒ হত্যায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার
অভয়নগরের ভৈরব নদে হাত ও পায়ে বস্তা বাঁধা অবস্থায় পাওয়া হাবিব হত্যার চাঞ্চল্যকর ঘটনায় চার আসামিকে আটক এবং হত্যাকান্ডে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করেছে যশোর ডিবি ও অভয়নগর থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে যশোর ডিবি পুলিশের এসআই মফিজুর রহমান ও অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস এবং ভাটপাড়া পুলিশ তদন্ত কর্মকর্তা মানিক কুমার সাহার নেতৃত্বে আটক চার আসামিকে নিয়ে উপজেলার মধ্যপুর বালিরমাঠ সংলগ্ন ভৈরব নদের তীরে অভিযান চালিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত একটি রড, দুটি ক্রিকেট স্টাম্প ও একটি মোবাইল ফোন উদ্ধার করে তা জব্দ করা হয়।
এর আগে সন্দেহভাজন আসামি উপজেলার মধ্যপুর গ্রামের মেহেদী হাসানকে বুধবার গভীর রাতে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে আটক করা হলে তার স্বীকারোক্তিতে একই এলাকার হুমায়ুন শেখ, ফয়সাল শেখ ও খন্দকার আল আমিনকে আটক করা হয়। আটকদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম বলেন, গত মঙ্গলবার ভৈরব নদে উপজেলার মধ্যপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে হাবিবুর রহমান হাবিবের লাশ পাওয়া যায়। মরদেহ পাওয়ার পর ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে হত্যাকান্ডে জড়িত চার আসামিকে আটক করা হয়েছে। আটক আসামিদের অতি দ্রুত যশোর জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।