gramerkagoj
বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
gramerkagoj
সন্তান জন্ম দিতে হাসপাতালে স্ত্রী যাওয়ার পথে খুন হলেন স্বামী
প্রকাশ : বৃহস্পতিবার, ১ আগস্ট , ২০২৪, ১০:০৩:০০ পিএম
নড়াইল প্রতিনিধি:
GK_2024-08-01_66abb1e5ca1c6.jpg

নড়াইলের লোহাগড়া উপজেলায় নয়ন শেখ (২৭) নামে একজন যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর যুবক সবুজ কাজী (৩০) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা এলাকায় এ ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নয়ন শেখের স্ত্রী সিজারিয়ান অপারেশনের জন্য লোহাগড়ার একটি ক্লিনিকে যান। পরে মোটরসাইকেলযোগে নয়ন ও সবুজ লোহাগড়ার দিকে যাওয়ার পথে বয়রা পূর্বপাড়া এলাকায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে দেশি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।
ওসি কাঞ্চন কুমার রায় বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আরও খবর

🔝