শিরোনাম |
যশোরের কেশবপুর পৌরসভার পানি নিষ্কাশনের ড্রেন তৈরির কাজ করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জনি হোসেন (২৫) নামে একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহ¯পতিবার সকালে যশোর-চুকনগর সড়কের ফকিররাস্তা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পৌর মেয়র রফিকুল ইসলাম হাসপাতালে নিহত শ্রমিককে দেখতে যান।
নিহত জনি হোসেন মণিরামপুর উপজেলার মধুপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় জনি অন্যান্য শ্রমিকদের সঙ্গে নিয়ে মণিরামপুর থেকে আলমসাধু চালিয়ে কেশবপুর পৌরসভার পানি নিষ্কাশনের ড্রেন তৈরি করতে যাচ্ছিলেন। পথিমধ্যে মণিরামপুরের ফকিররাস্তা এলাকায় আলমসাধুর সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে জনি বুকে আঘাত পান। সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ হাসপাতালে যান।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর বলেন, মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।