শিরোনাম |
যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বলেছেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে আরও সতর্ক থাকতে হবে। দেশ যখন মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করতে স্বাধীনতা বিরোধীরা যে অপতৎপরতা চালাচ্ছে তা আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা রুখে দিতে হবে।
শোকের মাস আগস্ট উপলক্ষে বৃহস্পতিবার সকালে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন এবং কালো ব্যাচ ধারণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি এসএম ইয়াকুব আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা জিএম মজিদ, আবুল কালাম আজাদ, হাসেম আলী, গৌর কুমার ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি, সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ এবং স্বেচ্ছাসেবক লীগের সদস্য শরিফুল ইসলাম।