শিরোনাম |
দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনের কারণে স্থবির শিক্ষা কার্যক্রম। এরমধ্যে এইচএসসিসহ শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের পরীক্ষা পেছানো হয়েছে। এরই প্রেক্ষিতে দ্বিতীয় দফায় বাড়ানো হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির সময়সীমা।
নতুন সময়সূচি অনুযায়ী, অনলাইনে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা আগামী ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পরে জানানো হবে। উল্লেখ্য, এর আগেও ভর্তির সময় এক দফা বাড়ানো হয়েছিল।