শিরোনাম |
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আবুল খায়ের সেতুতে খুলনা র্যাব-৬ তল্লাশি চৌকি বসিয়ে সাড়ে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) কালো রংয়ের একটি প্রাইভেটকার তল্লাশি করে এ গাঁজা উদ্ধার হয়। আটক মাদক ব্যবসায়ী ইমরান হোসেন (২৮) খুলনা রুপসা উপজেলার দেয়াড়া গ্রামের বাসিন্দা।
খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় দেয়া এক বার্তায় জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে একটি প্রাইভেটকার খুলনার উদ্দেশ্যে আসছে এ গোপন খবর পেয়ে র্যাবের একটি দল বৃহস্পতিবার বিকেলে মোল্লাহাট আবুল খায়ের সেতুর পূর্বপার্শ্বে চেকপোস্ট বসায়।
এসময় আভিযানিক দলটি চেকপোস্টে একটি কালো রংয়ের প্রাইভেটকার থামার নির্দেশ দেয়। প্রাইভেটকারটি রাস্তার পাশে দাঁড় করানো মাত্রই কারের অবস্থানরত ইমরান দরজা খুলে পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। পরে প্রাইভেটকার তল্লাশি করে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া, প্রাইভেটকার ও ইমরানের কাছে থাকা দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় র্যাবে পক্ষ থেকে ঘটনাস্থল সংশ্লিষ্ট গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।