gramerkagoj
শুক্রবার ● ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম বাংলাভাষী মানেই বাংলাদেশি নয়, বিজেপির বিরুদ্ধে মমতার প্রতিবাদ কাঁঠালিয়ায় পুকুরে রাসায়নিক সারের বিষক্রিয়ায় ১০ লাখ টাকার মাছ নিধন নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত অলিভিয়া স্মিথকে এক মিলিয়ন পাউন্ডে দলে নিচ্ছে নারী দল রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার আভাসে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি খুলনায় যুবদলের সাবেক সভাপতিকে গুলি ও রগ কেটে নির্মম হত্যা চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড লর্ডসে ইতিহাস গড়লেন জো রুট : এক দিনে একাধিক রেকর্ড হামাস অস্ত্র সমর্পণ করলে যুদ্ধ শেষ হতে পারে : নেতানিয়াহু চুক্তি নবায়নের পর মাঠে ফিরেই জ্বলে উঠলেন নেইমার
ফেসবুকে ‘উস্কানিমূলক’ পোস্ট, চট্টগ্রামে গ্রেপ্তার যুবক
প্রকাশ : বৃহস্পতিবার, ১ আগস্ট , ২০২৪, ০৪:১৫:০০ পিএম
চট্টগ্রাম প্রতিনিধি:
GK_2024-08-01_66ab6e5e2e701.jpg

চট্টগ্রামের বাঁশখালীতে কোটা আন্দোলনে ১৭০০ জন নিহত হয়েছে বলে ফেসবুকে ‘উস্কানিমূলক’ পোস্ট করে গ্রেপ্তার হয়েছেন রেজাউল আজীম (২৬) নামে এক যুবক।
সে ২০১৮ সালে বাঁশখালীতে হিন্দু মন্দিরে হামলা, তাণ্ডব ও নাশকতা মামলার জেল ফেরত আসামি।
বুধবার (৩১ জুলাই) রাতে উপজেলা সদরের মিয়ারবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রেজাউল আজীম বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পুর্ব বড়ঘোনা গ্রামের মৃত দানু মিয়ার পুত্র।
বাঁশখালী থানা পুলিশ জানায়, গ্রেপ্তার রেজাউল আজীম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ফেসবুকে নানা উস্কানিমূলক পোস্ট ও লেখালেখি করে আসছিলেন।
তার বিরুদ্ধে ২০১৮ সালে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। সর্বশেষ বুধবার রাতে কোটা আন্দোলনে ১ হাজার ৭ শত মানুষ মারা গেছে বলে এক উস্কানিমূলক পোস্ট দেন রেজাউল আজীম। পোস্টটি দ্রুত সময়ে ছড়িয়ে পড়লে এক ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে রেজাউল আজীমকে গ্রেপ্তার করে পুলিশ।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ জানান, রেজাউল আজীমের বিরুদ্ধে ১৮ সালের নাশকতা মামলাসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে সোশ্যাল মিডিয়ায় একটি চক্র রয়েছে। যারা বাঁশখালীতে বসে দীর্ঘদিন ধরে সরকারবিরোধী কর্মকাণ্ড উস্কে দিচ্ছিল।
অপকর্ম আড়াল করতে আবার সাংবাদিক হিসেবেও পরিচয় দিয়ে আসছিল আটক রেজাউল আজীম। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় থানা পুলিশ।

আরও খবর

🔝