gramerkagoj
বৃহস্পতিবার ● ৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কুয়াকাটা সৈকত থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশ : বৃহস্পতিবার, ১ আগস্ট , ২০২৪, ০৫:০৯:০০ পিএম
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা প্রতিনিধি:
GK_2024-08-01_66ab5e8b6a840.jpg

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঝাউবন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতের জোয়ারে যে কোনো সময়ে সৈকতের তীরে এসে আটকে যায় মরদেহটি। পরে স্থানীয়রা দেখে ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে কোনো এক জেলের মরদেহ হতে পারে। গত কয়েক দিন সমুদ্র উত্তাল থাকায় অনেক জেলে নিখোঁজের জিডি রয়েছে, তাই সে-সকল পরিবারকে খবর দেয়া হয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার জানান, কুয়াকাটা সৈকত থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। এখননি পরিচয় নিশ্চিত করা যায় নি। কুয়াকাটা নৌপুলিশ বাদী হয়ে মহিপুর থানায় অপমৃত্যু মামলা নং ১৪/২৪ দায়ের করেন। লাশ ময়না তদন্তের পটুয়াখালী হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝