শিরোনাম |
যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মৎস্য খাত বিশেষ ভূমিকা রাখবে। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাছ চাষে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মৎস্য সম্পদের উন্নয়নে সর্বদায় কাজ করে যাচ্ছেন। যার ফলে এ খাতে আমূল পরিবর্তন এসেছে। বাংলাদেশ মৎস্য উৎপাদনে বিশ্বের মধ্যে অন্যতম। দেশের উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের অনেক অবদান বাড়ছে। পুষ্টির চাহিদা পূরণের মাধ্যমে মানুষের গড় আয়ু বৃদ্ধি করা, বেকারত্ব দূর করা, উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখাসহ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের ভূমিকা রয়েছে।
বুধবার মণিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার এবং ওসি এবিএম মেহেদী মাসুদ।
মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি এমপি এসএম ইয়াকুব আলী।