gramerkagoj
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম বৃহস্পতিবার দুপুর ২টায় প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল শাহীন চাকলাদারসহ চারজনের বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা যশোর-খুলনা মহাসড়কের চেংগুটিয়া বুড়োর দোকান এলাকায় চরম দুর্ভোগ চট্টগ্রামে দুই জনের দেহে জিকা ভাইরাস শনাক্ত, আইইডিসিআরের সিদ্ধান্তের অপেক্ষা তিন নির্বাচনে প্রশংসাকারী পর্যবেক্ষকদের বাদ দেবে নির্বাচন কমিশন: সিইসি বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প ফরিদা পারভীন বেঁচে আছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান স্বামীর যশোরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার দুই নেতাকে শোকজ নোটিশ খুলনাসহ ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
রাজশাহীতে মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আটক ৫
প্রকাশ : বুধবার, ৩১ জুলাই , ২০২৪, ০৫:৫৭:০০ পিএম
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো:
GK_2024-07-31_66aa1e1666a8d.jpg

রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ওই গাড়িতে দুইজন পুলিশ থাকলেও তবে এ ঘটনায় পুলিশের কোনো সদস্যের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুরে মহানগরীর মহিষবাথান এলাকায় রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এ সময় গাড়ির সামনের কাচের কিছু অংশ ইট পাটকেলের আঘাতে ভেঙে যায়। পরে পুলিশ আত্মরক্ষাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ। তবে আটককৃতদের তাৎক্ষণিক নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
পুলিশ জানায়, মহিষবাথান এলাকায় রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রসার সামনে রাজপাড়া থানার ওসির গাড়ি রাখা ছিল। বুধবার (৩১ জুলাই) দুপুর আড়াই টার দিকে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্তরা ঝটিকা মিছিল বের করে পুলিশের গাড়িতে হামলা করে। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাংচুর করে। ইট আঘাতে গাড়ির সামনের কাচ ও লাইটগুলো ভেঙ্গে যায়। পরে পুলিশ আত্মরক্ষাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে হামলাকারিয়া পালিয়ে যায়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে দুর্বৃত্তদের ধরতে বিভিন্ন জায়গায় ওই এলকায় অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ। আটকৃতরা নিজের ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছেন।
এ বিষয়ে রাজপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘এই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি। তবে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।’

আরও খবর

🔝