gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বঙ্গোপসাগর উত্তাল : পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
প্রকাশ : শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ১২:৫৯:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-07-27_66a48f6b6d5b5.jpg

উত্তর বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বায়ুচাপ তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। এছাড়া তিন দিন ধরে উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাবে জেলার সব নদ-নদীর পানি বিপৎসীমার ৫-৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেকোনো সময় উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রাসহ সব সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও পটুয়াখালীসহ দেশের ৮ জেলার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
কলাপাড়া পৌর শহরের মুদি দোকানী ইদ্রিস মিয়া বলেন, দেশে এমনিতেই কারফিউ চলছে। এরপর গত তিন দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তাই বাজারে মানুষের আনাগোনা কম, বেচা-বিক্রিও কম।
নীলগঞ্জ ইউনিয়নের কৃষক আল-আমিন হোসেন বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে শসা, ঝিঙ্গা, বরবটি ও করলা গাছের গোড়ায় পানি জমে গেছে। বৃষ্টির ধারা অব্যাহত থাকলে এসব গাছে পচন ধরতে পারে।
কলাপাড়া ঝড় সতর্কীকরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জব্বার মিয়া বলেন, লঘুচাপটি নিম্নচাপে রূপ নিবে কিনা সেটা এখনি বলা যাচ্ছে না। তবে উপকূলীয় এলাকায় আগামী ৪৮ ঘণ্টা থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝