gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মাদারীপুরে সহিংসতায় দেড় শতাধিক সিসিটিভি ক্যামেরা ক্ষতিগ্রস্থ
প্রকাশ : শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ১১:২২:০০ এএম
মাদারীপুর প্রতিনিধি:
GK_2024-07-27_66a47d86b171b.jpg

মাদারীপুর শহরের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা হামলা, অগ্নিকান্ড ও সহিংসতার ঘটনা ঘটনায়। এসময় শহরের দেড় শতাধিক সিসিটিভি ক্যামেরা নষ্ট করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকালে সরেজমিনে শহরজুড়ে সিসিটিভি ক্যামেরার ক্ষতিগ্রস্ত দেখা যায়।
খোজ নিয়ে জানা যায়, গত ২৯ মে মাদারীপুরে সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করা হয়। ৭০ লাখ টাকা ব্যয়ে শহরের ১০ কিলোমিটার এলাকাজুড়ে গুরুত্বপূর্ণ স্থানে ২৬০টি অত্যাধুনিক ক্যামেরা বসানো হয়। মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো শহর সিসিটিভির ক্যামেরা আওতায় আনা হলে সাধারণ মানুষ খুশি হন। কিন্তু মাদারীপুরে গত বৃহস্পতিবার সকাল থেকে রবিবার ভোররাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা হামলা, অগ্নিকান্ড ও সহিংসতার ঘটনার সময় শহরের দেড় শতাধিক সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে নষ্ট করে দেয়া হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর জেলা জজ আদালত, এলজিইডি অফিস, পুরানবাজার, ডিসি ব্রীজ এলাকা, শকুনি লেকপাড় এলাকা, বাসস্ট্যান্ডসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানের সিসিটিভি ক্যামেরা নষ্ট করা হয়েছে। এই সব এলাকার সিসিটিভি ক্যামেরার কোথাও বক্স, কোথাও ক্যামেরা, কোথাও সংযোগ নেই। এভাবেই নষ্ট করা হয়েছে দেড় শতাধিক ক্যামেরা।
সিসিটিভি ক্যামেরা মনিটরিং প্রধান ও মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির বলেন, মাদারীপুর শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা বসানোর পর অপরাধমূলক কর্মকান্ড কমে গিয়েছিল। তাছাড়া যারা অপরাধ করতেন তাদের ধরতে এই ক্যামেরাগুলো বিশেষভাবে কাজে আসতো। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে নিজের অপরাধ আড়াল করার জন্যই এই দেড় শতাধিক সিসিটিভি ক্যামেরা নষ্ট করেছে। তবে ক্যামেরা নষ্ট করার আগে তাদের ছবি রেকর্ড হয়ে আছে। এই ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করা হয়েছে, অপরাধীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। সেই সাথে নষ্ট ও ক্ষতিগ্রস্ত ক্যামেরাগুলো পুনঃরায় চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝