gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
শতবর্ষ পর প্যারিসে মশালের আলো
প্রকাশ : শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ১০:৪১:০০ এএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-07-27_66a478a70b6f6.jpg

শতবর্ষ পর অলিম্পিক গেমস ফিরে এলো প্যারিসে। লন্ডনের পর তিনবার গেমস আয়োজনের গর্বিত শহর প্যারিস। ১৯০০ ও ১৯২৪ সালে প্রণয়ের শহরে বসেছিল অলিম্পিক গেমস। শিল্পীর তুলির শেষ আঁচড় পড়ছে। বর্ণিল আয়োজনে বিশ্বকে চমকে দিতে প্রস্তুত প্যারিস। আইফেল টাওয়ারে জ্বলছে অলিম্পিকের লোগো। ৩৩তম অলিম্পিক গেমসের উদ্বোধন হবে সিন নদীতে। প্যারিসকে দুভাগ করে দেওয়া এই নদীতে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে জমকালো অনুষ্ঠান। ২০৬ দেশের ১০,৫০০ ক্রীড়াবিদ ৩২ ডিসিপ্লিনের ৩২৯ ইভেন্টে অংশ নেবেন। রাতের আকাশে জ্বলে উঠবে বর্ণিল আলো। আনন্দ উৎসবে মেতে উঠবে প্যারিস। অনুষ্ঠানকে মনোমুগ্ধকর করার কোনো ত্রুটি রাখেননি আয়োজকরা। যদিও অনুষ্ঠান সম্পর্কে বেশ রাখঢাক আয়োজকদের। তারপরও অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকারা জানিয়েছেন, গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ফুটিয়ে তোলা হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গেমসের উদ্বোধন করবেন। আন্তর্জাতিক অলিম্পিকের আমন্ত্রণে প্যারিস এসেছেন বিশ্বের অনেক বড় ক্রীড়াব্যক্তিত্ব। এসেছেন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিরাও। অলিম্পিক তারকাদের পদচারণায় মুখরিত প্যারিস। সেন্ট ডেনিস ভিলেজ থেকে অলিম্পিক মশালের যাত্রা শুরু করবেন হিপ হপ কিংবদন্তি স্নুপ ডগ। উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন পপ আইকন সেলিন ডিওন এবং লেডি গাগা। এরই মধ্যে দুজনই পৌঁছে গেছেন প্যারিসে। সিন নদীতে নৌকা চালাবেন ৬ থেকে ৭ হাজার ক্রীড়াবিদ। অসাধারণ এই দৃশ্য দেখার সুযোগ পাবেন প্রায় তিন লাখ দর্শক। নদীর দুধারে ছয় কিলোমিটারজুড়ে উদ্বোধনী অনুষ্ঠানের নানা বর্ণিল আয়োজন থাকছে।
১৯৪৮ অলিম্পিকের সাইক্লিংয়ে সোনাজয়ী ও ফ্রান্সের সবচেয়ে বেশি বয়সী বেঁচে থাকা সোনাজয়ী এই সাইক্লিষ্ট অলিম্পিকের মশাল তুলে দেন জুডোকা টেডি রেনার ও সাবেক স্প্রিন্টার মেরি-হোসে পেরেককে। তারা দুজন মশাল প্রজ্জ্বলন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই দেখা মিলল ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের। মূল অলিম্পিক স্টেডিয়াম স্তাদ দে ফ্রান্স থেকে তিনি অলিম্পিক মশাল নিয়ে দৌড়ে পৌঁছে দেন অন্যদের হাতে। চলতে থাকে মশাল দৌড়।
বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানও শামিল হলেন অলিম্পিকের উৎসবে। উদ্ধোধনী অনুষ্ঠানের শর্ট ফিল্মে কিংবদন্তির হাতে অলিম্পিকের মশাল
একই সময় শুরু হয় অ্যাথলিটদের নৌ প্যারেড। অলিম্পিকের জন্মভূমি গ্রিসের কন্টিনজেন্ট দিয়ে শুরু, এরপর শরণার্থী দল। তারপর বর্ণানুক্রমিকভাবে একে একে অংশগ্রহণকারী দেশগুলোর কন্টিনজেন্ট আসতে থাকে বার্জে করে। তারই মাঝে মাঝে ছিল আমেরিকান পপস্টার লেডি গাগা, ফরাসি-মালিয়ান পপস্টার আয়া নাকামুরাসহ বিশ্বের খ্যাতিমান সব তারকার পারফরম্যান্স। ছিল ব্রেক ড্যান্স, অপেরা সংগীত। এসব পারফরম্যান্সে উঠে আসে ফ্রান্স ও অলিম্পিক গেমসের ইতিহাস-ঐতিহ্য। অলিম্পিক গেমসকে এগিয়ে নিতে অবদান রাখা ব্যক্তিদেরও স্মরণ করা হয়।
স্বাগতিক দল হিসেবে সবার শেষে মার্চপাষ্ট শুরু করেছে ফ্রান্স
উদ্ধোধনী অনুষ্ঠানের আগে বৃষ্টিতে ভিজেছে প্যারিস। দুশ্চিন্তাও দেখা দিয়েছিল। অলিম্পিক শুরুর কয়েক ঘণ্টা আগে দুষ্কৃতকারীদের হামলায় বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্যারিসের দ্রুতগতির রেল নেটওয়ার্ক। কিছু ট্রেন যাত্রা বাতিল করায় উদ্ধোধনী অনুষ্ঠান দেখতে প্যারিসে আসা নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছে দর্শকদের।
এ ধরনের ঘটনার পর সংগত কারণেই অলিম্পিক ঘিরে উৎকণ্ঠা বাড়ছিল। তখনই আয়োজক দেশ ফ্রান্সের পাশে দাঁড়িয়েছেন আইওসি প্রধান টমাস বাখ। ফ্রান্সের জনপ্রিয় ও ব্যস্ততম এ রেল নেটওয়ার্কে হামলা হলেও বাখ দেশটির কর্তৃপক্ষের ওপর অলিম্পিক আয়োজন নিয়ে পূর্ণ আস্থাই রাখছেন।
গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিবিসিকে টমাস বাখ বলেন, ‘কোনো উদ্বেগ নেই, ফরাসি কর্তৃপক্ষের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফরাসি কর্তৃপক্ষকে সহযোগিতা করছে বিশ্বের আরো ১৮০টি গোয়েন্দা বাহিনী। তাদের ওপর পূর্ণ আস্থা রাখার যথেষ্ট কারণ আছে।’
প্যারিস শহরের ওপরে ফ্রান্সের জাতীয় পতাকার তিন রংয়ের বাহার
প্যারিস অলিম্পিকে ৩২টি ক্রীড়ার মোট ৩২৯টি ইভেন্টে ১০ হাজারেরও বেশি অ্যাথলিট লড়ছেন। বাংলাদেশ থেকে পাঁচজন অ্যাথলিট প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন। তারা হলেন আর্চারিতে সাগর ইসলাম, স্প্রিন্টে ইমরানুর রহমান, শুটিংয়ে রবিউল ইসলাম, সাঁতারে সোনিয়া আক্তার ও সামিউল ইসলাম রাফি। গতকাল সিন নদীতে ব্যতিক্রমী মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করেন আর্চার সাগর ইসলাম।
পুরুষ ও নারী অ্যাথলিটের সংখ্যায় সমতা আনার কঠিন কাজটিও করেছে তারা। এবারের অলিম্পিকে ৫ হাজার ২৫০ জন পুরুষ ও সমানসংখ্যক নারী অ্যাথলিট প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝