gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে, শিক্ষার্থীদের রাজাকার বলিনি : প্রধানমন্ত্রী
প্রকাশ : শুক্রবার, ২৬ জুলাই , ২০২৪, ০১:১৭:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2024-07-26_66a34d9c6cbbd.jpg

শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে আন্দোলন ভিন্ন খাতে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (২৬ জুলাই) সকালে বিটিভি পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এসময় তিনি বিটিভির ‘ধ্বংসযজ্ঞ’ নিজ চোখে দেখেন। এরপর গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িতরা আনাচে-কানাচে লুকিয়ে আছে। তাদের খুঁজে বের করতে জনগণের সাহায্য প্রয়োজন।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত অতীতের মতোই অগ্নি সন্ত্রাস করেছে। দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও মানুষের রুটি রুজি বন্ধের পাঁয়তারা করছে তারা।
এর আগে, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীর রামপুরায় বিটিভি সেন্টারে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে টিভি সেন্টারের ভেতরের রিসিপশন, ক্যান্টিন ও একটি বাস পুড়ে যায়।
প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) ড. জাহাঙ্গীর আলম বলেছেন, দুর্বৃত্তরা বিটিভির কেন্দ্রে আগুন দিয়েছে, ক্যামেরাসহ অনেক কিছুই পুড়িয়ে দিয়েছে। অনেক যন্ত্রপাতি লুটপাটও করেছে। আমাদের ১৭টি গাড়ি পুড়িয়েছে, ৯টি গাড়ি ভাঙচুর করেছে, দুটি সম্প্রচার ভ্যান পুড়িয়ে দিয়েছে। এছাড়াও আগুনে বিল্ডিংয়ের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝