gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা, রাজশাহীতে গ্রেপ্তার ২১৬
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুলাই , ২০২৪, ০৪:২৯:০০ পিএম
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো:
GK_2024-07-25_66a22815b0005.jpg

কোটা সংস্কার আন্দোলনে রাজশাহীতে সংঘর্ষ, হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, হাতবোমা বিস্ফোরণ ও পুলিশের কাজে বাধার ঘটনায় ১৬টি মামলা হয়েছে। এর মধ্যে রাজশাহী নগরীর তিনটি থানায় সাতটি এবং জেলার আটটি থানায় নয়টি মামলা হয়। এ সব মামলায় বুধবার ভোর পর্যন্ত ২১৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে মহানগরীর ১০৮ জন ও জেলায় ১০৮ জন।
এ সব তথ্য জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম এবং জেলা পুলিশের মিডিয়া সেলের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম জানান, রাজশাহী মহানগরীর তিনটি থানায় সাতটি মামলা হয়েছে। এর মধ্যে বোয়ালিয়া থানায় চারটি, মতিহার থানায় দুইটি ও চন্দ্রিমা থানায় একটি।
তিনি বলেন, বুধবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্ট রাজশাহী মহানগরীর ১২টি থানায় মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নাশকতার সাত মামলায় ১৫ জন। যাদের সবাই বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। এ নিয়ে নাশকতার সাত মামলায় মোট ১০৮ জনকে গ্রেপ্তার করা হল।
জামিরুল ইসলাম জানান, গত ১৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে হলে মামলা করে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ ভাংচুর ও তাদের ১৫টি মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় মতিহার থানায় একটি মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু কাইয়ুম বাদি হয়ে মামলা করেছেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়াও ১৭ জুলাই উপাচার্যসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের অবরুদ্ধ করে রাখা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদি হয়েছে একটি মামলা করেছে। এ মামলায় ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
অপরদিকে, গত ১৮ জুলাই নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনকারিদের সংঘর্ষ, হাতবোমার বিস্ফোরণ, আরডিএ মার্কেটের সামনে পুলিশের উপর হামলা, হাত বোমার বিস্ফোরণ এবং মহিলা কলেজের সামনে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় তিনটি মামলা হয়েছে। প্রতিটি মামলায় ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
এছাড়াও ১৯ জুলাই বিকেলে মালোপাড়া এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, হাতবোমার বিস্ফোরণের ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, হাতবোমার বিস্ফোরণ, আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাংচুরের ঘটনায় জেলা আটটি থানায় নয়টি মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, নয়টি মামলায় বুধবার ভোর পর্যন্ত ১০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বুধবার ভোর ৬টা থেকে গত ২৪ ঘন্টায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, গত কোটা সংস্কার আন্দোলনে রাজশাহী বিশ্বদ্যিালয়সহ নগর ও জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষ, পুলিশের উপর হামলা, তাদের ভাংচুর, হাতবোমা বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সব ঘটনায় সাত পুলিশসহ শতাধিক আহত হন। আহতদের মধ্যে ২২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝