gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সাগরে মাছ ধরা শুরু, ঘুরে দাঁড়ানোর স্বপ্ন জেলেদের
প্রকাশ : বুধবার, ২৪ জুলাই , ২০২৪, ০৪:৫৯:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-07-24_66a0d1bef3043.jpg

সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ। আজ গভীর সাগরে মাছ ধরতে যাত্রা করেছে শত শত মাছ ধরা ট্রলার। জেলেরা আশা করছেন, জালে কাঙ্ক্ষিত মাছ পেলে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন তারা।
সাগরে মাছের প্রজনন, সংরক্ষণ ও উৎপাদনের জন্য গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে সব ধরণের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করেন সরকার। এতে করে ভোলায় শুধু সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন ভোলায় এমন ৬৩ হাজারের বেশি জেলে বেকার হয়ে হয়ে পড়ে।
দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকার শুরু করেছে ভোলার জেলেরা। জেলেদের জালে ধরা পড়েছে রুপালী ইলিশ। সাইজও বেশ বড় আকারের। ১ কেজি থেকে সোয়া কেজি মাছে ডাক উঠছে হালিতে ১০ হাজার টাকার ওপরে।
বেকার জেলেরা এত দিন ধারদেনা করে দিন কাটিয়েছেন। এখন সংকট কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াবেন এমন স্বপ্ন তাদের চোখ-মুখে।
ভোলা জেলায় সাগরে মাছ ধরার নিবন্ধিত ৬৩ হাজার ৯৫৪ জেলের অনুকূলে প্রায় ৫ হাজার ৫০০ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ আসে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝