gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
চট্টগ্রামে টাইগারদের দুই টেস্ট পিছিয়ে গেল
প্রকাশ : বুধবার, ২৪ জুলাই , ২০২৪, ০২:৪৭:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-07-24_66a0ba5e1411b.jpg

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের এখন পর্যন্ত মাঠে নামা হয়নি। বেশ কয়েকদিন বিশ্রাম শেষে তারা পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে কয়েকজন দেশের বাইরে, আর টেস্ট দলে থাকা ক্রিকেটাররা যুক্ত হয়েছেন চট্টগ্রামের ক্যাম্পে। সেখানে আগামীকাল (২৫ জুলাই) থেকে তারা দুটি টেস্ট খেলবে।
পাকিস্তান সিরিজে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে দুটি টেস্ট ম্যাচ খেলবে এইচপি এবং টাইগার্সের ক্রিকেটাররা। যেখানে প্রথম টেস্ট ম্যাচটি হবে দুই দিনের, আগামীকাল বৃহস্পতিবার থেকে ম্যাচটি মাঠে গড়াবে। দুইদিন বিশ্রামের পর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী। ম্যাচটি শুরু হবে ২৯ জুলাই থেকে।
বাংলাদেশ টাইগার্সের প্রধান কোচ সোহেল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এর আগে ম্যাচ দুটি শুরু হওয়ার কথা ছিল যথাক্রমে ২৪ জুলাই ও ২৮ জুলাই থেকে। কিন্তু দুটি টেস্টই একদিন করে পিছিয়ে গেল। ধারণা করা হচ্ছে এর নেপথ্য কারণ দেশব্যাপী অস্থির পরিস্থিতি।
প্রসঙ্গত, আগামী ২১ আগস্ট থেকে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে যাবে নাজমুল হোসেন শান্তর দল। যেখানে ২১-২৫ আগস্ট প্রথম ও ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝