gramerkagoj
বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫ ১২ চৈত্র ১৪৩১
gramerkagoj
আজ রাত থেকেই চালু হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট : প্রতিমন্ত্রী পলক
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুলাই , ২০২৪, ১০:০৪:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-07-23_669fd502c7deb.jpg

মঙ্গলবার রাত থেকেই সীমিত আকারে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা । তবে চালু হলেও, তা সব স্থানে নয়। ঢাকা ও চট্টগ্রামের নির্দিষ্ট স্থানে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সীমিত আকারে চালু হওয়া এই ইন্টারনেট সেবা সীমাবদ্ধ থাকছে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে। এই দু’এলাকার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা যে সব সেক্টরে চালু হবে তার মধ্যে থাকছে, ব্যাংক, বীমা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, কূটনৈতিক জোন, বন্দর, শেয়ারবাজার, এয়ারপোর্ট ও মিডিয়া এলাকাগুলোতে।
বিশেষ মোবাইল ফোন ও দেশের অন্যান্য স্থানে ব্যবহৃত ইন্টারনেট সম্পর্কে এখনো কোন সিদ্বান্ত হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী। মঙ্গলবার তিনি সাংবাদিকদের এ সব তথ্য জানান।
ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার ফলে ঢাকার শেয়ারবাজার, এয়ারপোর্ট, বিভিন্ন মিডিয়া হাউজ, রপ্তানী কার্যক্রমসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বন্ধ হয়ে যায়। যার ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অনেকটা মুখ থুপড়ে পড়ে। স্থবির হয়ে পড়ে সকল প্রকার ইন্টারনেট ভিত্তিক কার্যক্রম। এর মধ্যে বিভিন্ন বন্দরে পণ্য খালাস, ব্যাংকিং লেনদেন, এয়ারপোর্টে সিডিউল সিস্টেম মেন্টেন, রপ্তানী কার্যক্রমসহ নানান ধরনের ইন্টারনেট ভিত্তিকসেবা পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। ফলে দুর্ভোগে পড়ে হাজার মানুষ।
মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইন আহমেদ পলক জানিয়েছেন, রাতেই সীমিত আকারে দেশের দু’ গুরুত্বপূর্ণ এলাকা ঢাকা ও চট্টগ্রামে ইন্টারনেট সেবা চালু করা হবে।

আরও খবর

🔝