gramerkagoj
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম প্রবল বর্ষণে যশোরে সবজিসহ ৩১৯১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক যশোরে কুমারী সেজে দ্বিতীয় বিয়ে ও মালামাল আত্মসাৎ, স্বামীর আদালতে মামলা পাউবির ত্বরিত পদক্ষেপে বিকল স্লুইস গেট সচল মণিরামপুরে আব্দুল মান্নান হত্যার দায় স্বীকার ভাই ও ভাইপোর অস্ত্রসহ আটক রয়েল দুই দিনের রিমান্ডে শান্তির হ্যাট্রিকে ভুটানকে হারালো বাংলাদেশ চৌগাছায় টানা বৃষ্টিতে একশ হেক্টর আউশ ধান পানির নিচে, দুশ্চিন্তায় কৃষকরা যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না: অমিত একটি মেডিক্যাল ক্যাম্প ও ভ্রমণ কাহিনী যশোরে একদিনের ব্যবধানে ফের আটটি স্বর্ণের বার উদ্ধার,  দুই পাচারকারী আটক
বিটিভি ভবনে আগুন, সম্প্রচার বন্ধ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুলাই , ২০২৪, ০৯:১৭:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2024-07-18_66993410f042b.jpg

বাংলাদেশ টেলিভিশন ভবনে আগুন দেবার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিভিশনের মূল ভবনে দ্বিতীয় দফায় অগ্নিসংযোগ করা হয়। আগুন দেয়ার পর টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ঘোষণা দেয়া হয়েছে।
এতে বলা হয়, বিটিভিতে ভয়াবহ আগুন, দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি। ভেতরে আটকা পড়েছেন অনেকে। ওদিকে আগুন লাগার পর বিটিভির সম্প্রচার বন্ধ হয়ে গেছে।
বিটিভিতে কর্মরত একাধিক সাংবাদিক জানান, বিটিভির মূল ভবনের নিচতলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মূল স্ক্রিনে তারা কালো দাগ দেখতে পান। পরবর্তীতে বাধ্য হয়েই সম্প্রচার বন্ধ করে দিতে হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদেরও যাওয়ার সুযোগ নেই। কারণ আশপাশে কয়েক হাজার আন্দোলনকারী অবস্থান করছেন। বিটিভি কমপ্লেক্সে বিজিবি সদস্যরাও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
এর আগে বিকালে প্রথমে বিটিভির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ক্যান্টিন ও কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়। পরে সন্ধ্যায় দ্বিতীয় দফায় মূল ভবনে আগুন দেয়া হয়।

আরও খবর

🔝