gramerkagoj
বুধবার ● ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আফগান নারীদের নিপীড়নে তালেবান নেতৃত্ব অভিযুক্ত, আইসিসির গ্রেপ্তারি আদেশ শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচার দরকার: ফখরুল দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য এককালীন অনুদানের জন্য আবেদন আহবান অব্যাহত বৃষ্টিতে ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের দলমত নয়, দায়বোধের জয়: জামায়াতপন্থী নেতাদের হাত ধরে শৈলকুপার ধরমপাড়া রাস্তায় ফিরল স্বস্তি আরও কয়েক দিন চলবে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস মোরেলগঞ্জে ফের পানগুছি নদীর ভাঙ্গনের মুখে শত শত পরিবার জুলাই আন্দোলনে গুলি চালনার নির্দেশ শেখ হাসিনার মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত পানি আর কষ্টে ডুবেছে পাইকগাছা, ক্ষতির মুখে কৃষকরা
কোটা সংস্কার আন্দোলন, রাজশাহীতে বোমা বিস্ফোরণ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুলাই , ২০২৪, ০৫:১১:০০ পিএম
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো:
GK_2024-07-18_6698f1b7289c1.jpg

কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন। রাজশাহীতেও চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি। কর্মসূচির অংশ হিসাবে রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার ( ১৮ জুলাই) বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী নগরীর জিরো পয়েন্টে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় সেখানে অবস্থান নেয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা। আওয়ামী লীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দেয়া। এতে রাজশাহী জিরোপয়েন্ট, রাণীবাজার, অলোকার মোড় নিউমার্কেট সহ বেশ কয়েকটি এলাকায় রণক্ষেত্র পরিণত হয়। এসয় প্রায় ১০ টি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ ও বোমার আঘাতে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মনির সবুজসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন ডাল ব্যবসায়ী বলে জানা গেছে।
প্রত্যক্ষদশীরা জানান, বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে কোটা সংস্কারের নামে আন্দোলনকারীরা লাঠি হাতে সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হয়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। আন্দোলনকারিরা পালানোর সময় হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় দুই তিনজনকে ধরে মারধর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে সেখানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। তিনি আন্দোলনকারিদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর সমন্বয়ক রাফিন হাসান অর্নবও মাইকিং করে শিক্ষার্থীদের চলে যেতে বলেন।
খায়রুজ্জামান লিটন বলেন, আন্দোলন এখন ছাত্রদের হাতে নেই। কোটার বিরোধী আন্দোলন ছাত্রদের কাছ থেকে বিএনপি-জামায়াত চক্র ছিনিয়ে নিয়েছে। তারা এখন অরাজগতা পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু সেটি মেনে নেওয়া হবে না। অরাজগতা করলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়েছে। কোনভাবেই কাউকে বিশৃংখলা সৃষ্টি করতে দেওয়া হবে না। সংঘর্ষের কারণে সাহেববাজার এলাকার দোকানপাট বন্ধ ছিল। তবে নগরীর যানবাহন চলাচলও কম রয়েছে। এছাড়াও অবরোধের কারণে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে আন্তঃনগর বাস চলাচল করে।
এদিকে দুপুর ১টার দিকে রাজশাহী সরকারী মহিলা কলেজের সামনে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের একটি বড় পিকআপ গাড়ি ভাংচুর করে। সংঘর্ষে ৫পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী সরকারী মহিলা কলেজের দিকে আসার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও তাদের ছত্রভঙ্গ করে দিতে লাঠি চার্জ করে। এতে পুলিশের ৫সদস্য ছাড়াও পুলিশের লাঠি চার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এসময় শিক্ষার্থীরা পুলিশের একটি বড় পিকআপ গাড়ি ভাংচুর করে। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
নগরীর বোয়ালিয়া মোডেল থানার ওসি হুমায়ন কবীর বলেন, কোটা বিরোধী আন্দোলনের নামে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা লাঠি-সোঠা নিয়ে সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হওয়ার চেষ্টা করে। পরে পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও খবর

🔝