gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সিংড়ায় কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুলাই , ২০২৪, ০৩:৪৯:০০ পিএম
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
GK_2024-07-18_6698e51f2d594.jpg

নাটোরের সিংড়ায় কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে প্লে-কার্ড হাতে নিয়ে উপজেলা কোর্টমাঠে অবস্থান নেয় তারা।
সকাল ১০টায় উপজেলা কোর্টমাঠে সমবেত হয়ে পুলিশের বাঁধা অতিক্রম করে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে আবার একই জায়গায় এসে দুপুর ১২টা পর্যন্ত সমাবেশ করেন। এতে অংশ নেন সিংড়া উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের যৌক্তিক অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছি। আমাদের আন্দোলন সরকার বিরোধী নয়, আমাদের আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন। আমাদের ৬ জন ভাইকে নির্মমভাবে তারা হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাই।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বিক্ষোভকারী শিক্ষার্থীদেরকে কলেজ ক্যাম্পাসে ফিরে যেতে অনুরোধ করলে তারা সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করে চলে যায়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝